Barak UpdatesHappeningsBreaking News
১০ রাউন্ডের শেষে শিলচরে দীপায়ন এগিয়ে ২১, ১০০ ভোটেSilchar: Dipayan leading by 21,100 votes after 10th round
২ মে : শিলচর আসনে বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী বর্তমানে কুড়ি হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। সরকারিভাবে এখনও তা ঘোষণা করা নাহলেও অসমর্থিত সূত্রে জানা গেছে, ১০ রাউন্ডের ভোট গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে। এই গণনা শেষে বিজেপির দীপায়ন ৪৩ হাজার ২০৫ ভোট পেয়েছেন। কংগ্রেসের তমাল বণিক পেয়েছেন ২২ হাজার ১০৫ জন ভোট। ব্যবধান ২১ হাজার ১০০ ভোট। শিলচর আসনে নির্দল প্রার্থী দিলীপ কুমার পাল এ পর্যন্ত ৪ হাজার ৫০৩ ভোট পেয়েছেন।
এ দিকে, বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী অবশ্য ৪০ হাজার ভোটে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিলচর আসনের প্রার্থী দীপায়ন চক্রবর্তী বলেছেন, বর্তমানে তিনি ১৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। আশাপ্রকাশ করে বলেন, তিনি ৪০ হাজার ভোটে জয়ী হবেন। কাউন্টিং হলেই এক আলাপচারিতায় দীপায়ন বলেন, ‘ভেবেছিলাম দিলীপদা ( নির্দল প্রার্থী দিলীপ কুমার পাল) ৭ থেকে ৮ হাজার ভোট পাবেন। এখন দেখছি তাও তিনি পাবেন না।’
অন্যদিকে শিলচর আসনের ভোটগণনা সম্পর্কে জেলাশাসক কীর্তি জল্লি বলেন, শিলচর আসনে সবথেকে বেশি পোলিং স্টেশন রয়েছে, ফলে ২৫টি রাউন্ডে গণনা হবে। একটি রাউন্ডে আধঘণ্টা করে সময় লাগলেও ১৩ ঘণ্টা যাবে। এর মধ্যে ভোট কর্মীদের জন্য খাবারের বিরতিও থাকবে। স্বাভাবিকভাবেই শেষ হতে অনেক দেরি হবে। জেলাশাসক বলেন, ভোটের ফল প্রকাশ হতে হতে শেষ রাত পারে।