NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

All MLA’s in Assam to donate their 1 months salary
করোনা রুখতে এক মাসের বেতন দেবেন আসামের সব বিধায়ক

২৬ মার্চ : করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সরকারকে সহায়তা করতে আসামের সব বিধায়ক এক মাসের বেতন দান করবেন। আসাম বিধানসভার সদস্যরা মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। করোনা ভাইরাসের বিরুদ্ধে রাজ্য সরকারের প্রস্তুতি সম্পর্কে আলোচনায় বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া জানান, কংগ্রেসের সব বিধায়ক তাদের এক মাসের বেতন দান করবেন। এমনকি বিজেপি, অগপ, বিপিএফ ও এআইইউডিএফ-এর বিধায়করাও এক মাসের বেতন সরকারি তহবিলে দান করবেন বলে ঘোষণা করেন।

Rananuj

বিধায়করা এগিয়ে এসে করোনা ভাইরাসের মোকাবিলায় বেতন দান করার জন্য বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী তাদের ধন্যবাদ জানান। গোস্বামী বলেন, ‘ভাইরাসের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়ার জন্য এ এক ঐতিহাসিক সিদ্ধান্ত।’ বর্তমানে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৬৫০ অতিক্রম করেছে।

উত্তর-পূর্বের মধ্যে মণিপুর ও মিজোরামে একজন করে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আসামে এ পর্যন্ত কোনও করোনা আক্রান্তের খবর নেই। ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে দেশের 16 জন প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা ভাইরাস মোকাবিলায় সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker