Barak UpdatesHappeningsBreaking News

রাগ-ক্ষোভ মিটে যাবে, দীপায়ন জিতবেন ৫০ হাজার ব্যবধানে, দাবি হিমন্তের
All grievances will disappear, Dipayan will win by 50,000 votes: Himanta

ওয়েটুবরাক, ৯ মার্চ: কবীন্দ্র পুরকায়স্থের অভিমান বা দিলীপকুমার পালের রাগ কোনওটাকেই বেশি গুরুত্ব দিতে চাইলেন না মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ এগুলিকে হালকাভাবে নিয়ে তিনি মন্তব্য করেন, টিকিট না পেলে রাগ হয়ই৷ সে সব আবার মিটেও যায়৷ শিলচরেও মিটে যাবে৷

Rananuj

কবীন্দ্রবাবুর অভিমানের জবাবে হিমন্ত বলেন, “টিকিট দেওয়ার মালিক আমি নই৷ আমি সুপারিশ করতে পারি৷ করেছিলাম৷ কিন্তু দিল্লিতে পায়নি, কী আর করা!” তবে হিমন্ত প্রত্যয়ী, সে সব মিটে যাবে৷ সবাই কাজ করবেন৷ আর দীপায়ন চক্রবর্তী ৫০ হাজার ভোটে জিতবেন৷

মঙ্গলবার বিকালে হিমন্ত শিলচরে আসেন৷ শ্যামাপ্রসাদ রোডের সাগরিকা রিজেন্সি থেকে হেঁটে যান সার্কিট হাউস রোডের হাসিখুশি ভবনে৷ সেখানে দলীয় সভায় বক্তৃতা করবেন তিনি৷ পথে কারও সঙ্গে হাত মেলান, কাউকে নমস্কার, প্রতি-নমস্কার করেন৷ হিমন্তকে এ ভাবে হাঁটতে দেখে অনেকে রাস্তায় দাঁড়িয়ে পড়েন৷ কী করেন মন্ত্রী শর্মা,  বিস্ময়ভরা চোখে তাকিয়ে থাকেন তাঁরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker