Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়েও কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য স্লট বুক করতে হবে
2nd dose Covaxin will be available through CoWIN online slot booking

ওয়েটুবরাক, ২১ জুনঃ কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য কাছাড় জেলাতেও এখন স্লট বুক করতে হবে। স্বাস্থ্য দফতর আজ সোমবার এই নতুন নিয়মের কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, এতদিন কো-উইনের ম্যাসেজের পর অপেক্ষা করতে হতো কাছাড় জেলা প্রশাসনের ম্যাসেজের জন্য। কিন্তু এই ধরনের পৃথক ম্যাসেজ পাঠানোর ব্যবস্থা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আজ থেকে প্রত্যাহার করে নিয়েছে। সব জায়গায় একমাত্র স্লট বুকিংয়ের মাধ্যমে কোভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ থেকেই কাছাড় জেলা পৃথক ম্যাসেজ পাঠানো বন্ধ করে দিয়েছে।

Rananuj

এর বদলে সবাইকে স্লট বুকিং করতে বলা হয়েছে। আজ রাত সাতটা থেকে স্লট বুকিং চলছে। ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পদ্ধতিতে রাত দশটা পর্যন্ত বুকিং চালু থাকতে পারে। আগামীকাল মঙ্গলবার থেকে কো-উইন অ্যাপে স্লট বুকিংয়ের সুযোগ বিকাল চারটা থেকে রাত সাতটা পর্যন্ত মিলবে বলে কাছাড়ের অ্যাডিশনাল চিফ মেডিক্যাল অফিসার জানিয়েছেন।

June 21: As per the newly modified instructions received from Additional Secretary Ministry of Health and Family Welfare, Govt. of India, the 2nd dose due Covaxin beneficiaries can book their vaccine slots in online mode henceforth.

For vaccines on 22 June, 2021, slots will be opened from 7 PM to 10 PM on 21 June, 2021. From 22 June, 2021 onwards, slots for online booking on Cowin portal will be open from 4 PM to 7 PM subject to availability of vaccines.

It was also informed to all concerned that from now onwards, based on the new guidelines, no message will be sent from Cachar NIC server to any beneficiary for 2nd dose of Covaxin. The 2nd dose Covaxin vaccine will be available through CoWIN online slot booking.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker