Barak UpdatesHappeningsBreaking News
ধলাইয়ে জলে ডুবে মাতালের মৃত্যু
ধলাই থানা এলাকার সপ্তগ্রাম থেকে এক মাতাল ব্যক্তির মৃত দেহ উদ্ধার করলো ধলাই পুলিশ। মৃত ব্যক্তির নাম হায়দর হোসেন, বয়স আনুমানিক ৫০ বছর। জানা গেছে, হায়দর দিনরাত মদের নেশায় বুঁদ হয়ে থাকত। এই হায়দরই কয়েক বছর আগে তাঁর স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল। এর জন্য তাকে জেলে যেতে হয়েছিল। এ বার তারই গ্রামের বাড়ি অর্থাৎ সপ্তগ্রামের এক পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
সন্দেহ করা হচ্ছে, মাতাল হয়ে সে ওই পুকুরে হাত-পা ধুতে গেলে শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে পড়ে যায় ও সেখানেই তার মৃত্যু হয়। তার মৃতদেহের পাশে একটি বালতি পাওয়া গেছে। এদিকে, ধলাই পুলিশের কাছে ঘটনার খবর গেলে এএসআই রাজীব পাল সদলবলে ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
অন্যদিকে ধলাই থানা এলাকায় মাতালদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অবৈধ মদ ব্যবসায়ীদের আঙুল ফুলে কলাগাছ। এই মদের জন্যই থানা এলাকায় নানা অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে বলে অনেকের অভিমত। এই মৃত দেহ নিয়ে পঁচিশ দিনের মাথায় মোট পাঁচটি মৃতদেহ উদ্ধার হলো ধলাই থানা এলাকা থেকে। এর মধ্যে তিনটির রহস্য ভেদ করতে পারেনি ধলাই পুলিশ। এনিয়ে ধলাই পুলিশের কর্মতৎপরতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এছাড়া অবৈধ মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে আবগারি বিভাগ ও ধলাই পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে জনগনের অভিযোগ।