NE UpdatesHappeningsBreaking News
Akhil Gogoi falls sick in jail, admitted at Gauhati Medicalজেলে অসুস্থ অখিল গগৈ, ভর্তি গুয়াহাটি মেডিক্যালে
২১ ফেব্রুয়ারি : জেলবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন কৃষক নেতা অখিল গগৈ। নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে অংশ নিয়ে দেশদ্রোহিতার অভিযোগে এক মামলায় অখিল গগৈ গত দু’মাস ধরে গুয়াহাটির কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
কারাগারে থাকার সময়ই কৃষক মুক্তি সংগ্রাম সমিতির এই নেতা অসুস্থ হয়ে পড়েন। সেজন্য বৃহস্পতিবার দুপুরে তাঁকে চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি সূত্রে বলা হয়েছে, কারাগারে থাকার সময়ই কৃষক নেতার স্বাস্থ্যের অবনতি ঘটে। গত কিছুদিন থেকে জেলের ভেতরে তাঁর চিকিৎসা চলছিল। এ বার জেল কর্তৃপক্ষ চিকিৎসার জন্য তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির এক নেতা জানিয়েছেন, অখিল গগৈর চোখের সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকরা তাঁকে চশমা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এ দিকে, গুয়াহাটি মেডিক্যাল কলেজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অখিল গগৈ বলেছেন, কেন্দ্র সরকার ছয় নং দফার প্রতিবেদন গ্রহণ না করে অসমিয়া জাতিকে অপমান করেছেন। কেন্দ্র সরকারকে খুব শীঘ্রই এই প্রতিবেদন গ্রহণ করার জন্য তিনি দাবি জানান। এ ছাড়া তিনি রাজ্যের জনগণকে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলন থেকে সরে না যেতে আহ্বান জানিয়েছেন।