India & World UpdatesHappeningsBreaking News
অকালি দল এনডিএ ছাড়লAkali Dal quits NDA
২৬ সেপ্টেম্বরঃ শিরোমণি অকালি দল এনডিএ ছেড়ে বেরিয়ে এল। শিবসেনা, তেলুগু দেশম পার্টির পর তৃতীয় কোনও বড় শরিক এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এল। এনডিএ-র শুরু থেকে আজ পর্যন্ত বিজেপির সঙ্গে থাকা একমাত্র দল ছিল অকালি দল।
কৃষি বিল নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে দলের প্রধান সুখবীর সিংহ বাদল বলেন, “এই বিল ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। এর বিরুদ্ধেই দলের কোর কমিটির আপৎকালীন বৈঠকে সর্বসম্মতিক্রমে এনডিএ ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সুখবীর সিংহের অভিযোগ, এই বিল এবং ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্র নিজেদের অবস্থান থেকে সরেনি। তাদের একগুঁয়ে মনোভাবের জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অকালি দল। কেন্দ্রীয় মন্ত্রী তথা সুখবীর সিংহের স্ত্রী হরসিমরৎ কউর বাদল বিলের প্রতিবাদ জানিয়ে গত সপ্তাহেই ইস্তফা দেন।