Barak UpdatesHappeningsBreaking News
আজমির থেকে বাস : তদন্ত চায় সিপিএমAjmer bus episode: CPM demands enquiry
১১ মে : কাছাড় জেলায় সম্প্রতি কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সিপিআই( এম ) কাছাড় জেলা কমিটি উদ্বেগ প্রকাশ করেছে৷ তারা এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন । দলের জেলা সম্পাদক দুলাল মিত্র, রাজ্য কমিটির সদস্য রেজামন্দ আলী বড়ভুইয়া এবং সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক সুভাষ দেব অতিরিক্ত জেলাশাসক আনিসুর রহমান মজুমদারের হাতে মুখ্যমন্ত্রীর স্মারকপত্রটি তুলে দেন ।
ওই স্মারকপত্রে কিছু প্রশ্ন উত্থাপন করে তাঁরা বলেন, রাজস্থানের আজমির শাহ দরগা থেকে যে বাসটি শিলচর আইএসবিটিতে পৌঁছালো তা কীভাবে ৪৬ জন যাত্রী নিয়ে প্রায় দুই হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করল ? কে তাদের অনুমতি দিলেন ? রাজ্য সরকার যদি কিছু না জেনে থাকে তবে তারা কেন বাসটিকে শ্রীরামপুর গেট বা গুয়াহাটিতে আটকে দিলেন না? সব যাত্রীদের সেখানেই কেন সরকারি কোয়ারান্টিনে পাঠিয়ে দিলো না ? তেজপুরের বাসিন্দা ওই বাসে কুভাবে উঠলো ? শিলচর আসার পর বাসের একজন যাত্রীকে যদি সন্দেহজনক ভেবে পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে স্ক্রিনিং উত্তীর্ণ অন্য যাত্রীদের সরকারি কোয়ারান্টিনে না পাঠিয়ে কেন হোম কোয়ারান্টিনে পাঠানো হলো ? কোভিড পজিটিভ ধরার পর যদিও সেদিনই অন্য যাত্রীদের সরকারি কোয়ারান্টিনে নিয়ে আসা হয়। তবে এই সামান্য সময়ের মধ্যে যা ক্ষতি হবার হয়ে গেছে বলেই মন্তব্য করেন তাঁরা । পুরো বিষয়টি তদন্ত ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিপিআই(এম)-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করা হয়েছে ।
যাদের রেশন কার্ড নেই তাদের মাথাপিছু পাঁচ কেজি করে চাল বিতরণের যে সরকারি প্রতিশ্রুতি ছিল তা কাছাড় জেলায় কার্যকরী হয়নি বলে স্মারকপত্রে বলা হয় । তারা অবিলম্বে এই চাল বিতরণের দাবি করেছেন। স্মারকপত্রে এও উল্লেখ করা হয়, রেশনের দোকানে যে আটা আসে তা খুবই নিম্নমানের । তাই নায্য মূল্যের দোকানে উৎকৃষ্ট মানের আটা সরবরাহের দাবি করা হয় । কাছাড় জেলার রেশন দোকানের ডিলাররা তাদের বকেয়া ১১ মাসের কমিশন না পেলে রেশনের মাল তুলবেন না বলে যে চরমপত্র দিয়েছেন তার সমাধানেরও দাবি করা হয় স্মারকপত্রে ।
তাদের কথায়, কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে গরিব কৃষক এবং অসংগঠিত শ্রমিকদের যে আর্থিক সহায়তা করার কথা ছিলো তা খুব কম সংখ্যক মানুষেই পেয়েছেন । প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে তাদের এই আর্থিক সহায়তা করার জন্য দাবি করেছেন তারা। শ্রমিকদের কাজ করানোর সময়সীমা আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা করা সহ শ্রম আইনের যে বিভিন্ন পরিবর্তনের সিদ্ধান্ত সরকার নিয়েছে তা বেআইনি আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করেছে সিপিআই(এম) কাছাড় জেলা কমিটি । এ ছাড়া, কিছু জনপ্রতিনিধি বর্তমানে যে ভাবে নিজেদের বক্তব্যে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছেন তা কঠোর হস্তে দমন করার জন্য সিপিআই(এম) স্মারকপত্রে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছে ৷