NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
আপত্তিকর মন্তব্যঃ ধিংয়ের ইউডিএফ বিধায়ক গ্রেফতারAIUDF MLA of Dhing Aminul Islam arrested for objectionable statement
৭ এপ্রিলঃ ধিংয়ের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে তাঁকে নগাঁওয়ের বাড়ি থেকে ডেকে পাঠানো হয়। মঙ্গলবার নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে। সেখানেই তাকে গ্রেফতারের কথা প্রকাশ করা হয়৷
বিভিন্ন সংবাদ মাধ্যমে বিধায়ক আমিনুল ইসলাম মন্তব্য করেছিলেন, অনেকের দেহে করোনার চিহ্নমাত্র নেই। মুসলমানদের ধ্বংস করার জন্য তাদের কোয়রান্টাইনে রাখা হচ্ছে। এই কোয়রান্টাইনগুলো ডিটেনশন ক্যাম্পের চেয়ে মারাত্মক। সেখানে ন্যূনতম খাবার দেওয়া হচ্ছে না।
পুলিশের অভিয়োগ, করোনা ঠেকাতে সরকারের এত সব কর্মকাণ্ডকে তিনি এই মন্তব্যের মাধ্যমে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন। সাম্প্রদায়িক মন্তব্য করে এই সময়ে রাজ্যে উত্তেজনা সৃষ্টি করতে চাইছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
করোনা নিয়ে আমিনুল ইসলাম অবশ্য এই প্রথম এই ধরনের মন্তব্য করেননি। তিনি আগেও বলেছিলেন, নিজামুদ্দিন থেকে কোনওভাবেই করোনা ছড়ায়নি। তবলিগিরা মোটেও এই ভাইরাসে সংক্রামিত নন। তিনি তখন পুরো দায় প্রচার মাধ্যমের কাঁধে চাপিয়েছিলেন।