Barak UpdatesHappeningsBreaking News
লকডাউনে ফি জমা, ফর্ম পূরণ চলবে না, উপাচার্যকে এআইডিএসওর স্মারকপত্রAIDSO opposes Assam University’s move of filling up form for exam amidst lockdown
১৮ মে: চতুর্থ পর্যায়ের লকডাউন চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে সেমিস্টার পরীক্ষার প্রপত্র পূরণ ও মাশুল সংগ্রহের নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছে এআইডিএসও৷ সোমবার সংগঠনের কাছাড় জেলা সমিতির পক্ষ আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়৷ ওই স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, লকডাউনের ফলে আসাম বিশ্ববিদ্যালয় ও তার নিয়ন্ত্রণে থাকা কলেজ সমূহের বহু ছাত্রছাত্রী দেশের বিভিন্ন স্থানে আটকে রয়েছে , যোগাযোগের অভাবে তারা ফিরতে পারছে না।
এছাড়া, দীর্ঘদিন লকডাউন থাকার ফলে দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের পক্ষে এই মুহূর্তে পরীক্ষার ফি প্রদান করা সম্ভব নয় । অন্যদিকে দেশে এবং রাজ্যে দ্রুতগতিতে সংক্রমণ বৃদ্ধির ঘটনায় জনগণ সহ ছাত্রছাত্রীরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে । বর্তমান সেমিস্টারের ক্লাসও চল্লিশ – পঞ্চাশ শতাংশের বেশি লকডাউন ঘোষণার পূর্বে হয়নি । বহু ছাত্রছাত্রীর অনলাইনে নানা কারণে ক্লাস করা সম্ভব হচ্ছে না।
সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের সঙ্গে আলোচনা না করে কীভাবে সরকারি নির্দেশিকা অমান্য করে ফি সংগ্রহ ও প্রপত্র পূরণের নোটিশ জারি করলেন। এই ধরনের অযৌক্তিক এবং বিপজ্জনক সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের মধ্যেও সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে । তাই এআইডিএসও’র পক্ষ থেকে স্বাভাবিক পরিবেশ ফিরে না আসা পর্যন্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে ফি সংগ্রহ, প্রপত্র পূরণ ও পরীক্ষা গ্রহণ ইত্যাদি না করার জোরালো দাবি উত্থাপন করা হয়েছে।
Also Read: Amidst pandemic, Assam University notifies exam dates for TDC CBCS & non-CBCS