Barak UpdatesHappeningsBreaking News
এআইডিএসও-র নজরুল জয়ন্তী পালনAIDSO observes Nazrul Jayanti
২৫ মে : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে এআইডিএসও’র কাছাড় জেলা কমিটি । সোমবার জেলাশাসকের বাসভবনের উল্টো দিকে নজরুল ইসলামের মূর্তিতে সংগঠনের পক্ষ থেকে মাল্যদান করা হয়। এছাড়া, সংগঠনের জেলা কার্যালয়েও নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন এআইডিএসও’র কর্মী-সমর্থকেরা । করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকায় এবার অন্যান্য বছরের ন্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি, তবে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত এআইডিএসও’র নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷
তাঁরা বলেন, স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার প্রতিনিধি হিসেবে কবিতা, সঙ্গীত, প্রবন্ধ রচনা করেন নজরুল । তার লেখনীতে কৃষক, মজুর, সর্বহারার দুঃখ, ব্যথা, বেদনা ফুটে উঠেছিল । তিনি বৃটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেমন কলম ধরেছেন ঠিক তেমনি সাম্প্রদায়িকতা ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে সোচ্চার ছিলেন । বক্তারা এও বলেন নজরুল চিরকাল মেহনতি মানুষের প্রিয়জন হয়ে থাকবেন ।