Barak UpdatesBreaking News
মন্ত্রিসভায় থেকেই পঞ্চায়েতে একা লড়বে অগপAGP to fight Panchayat polls alone without quitting the ministry
২৯ অক্টোবরঃ নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে মতবিরোধের দরুন পঞ্চায়েত নির্বাচনে অসম গণ পরিষদ একাই লড়লেও মন্ত্রিসভা থেকে বেরোবে না। দলের কার্যনির্বাহী সমিতির বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ দিনের বৈঠকে মূলত পঞ্চায়েত নির্বাচন নিয়েই আলোচনা হয়। শুরুতেই বিজেপির সঙ্গে জোট বেঁধে ভোটে না যাওয়ার ব্যাপারে প্রস্তাব আসে। দীর্ঘ আলোচনার পর সবাই সে ব্যাপারে একমত হন।সভা শেষে রমেন্দ্র নারায়ণ কলিতা জানান, আগামী ৩১ অক্টোবর দলের সাধারণ সভা ডাকা হয়েছে। তাতেই ওইসব সিদ্ধান্তের প্রেক্ষাপট তুলে ধরা হবে। রমেন্দ্রবাবু আশাবাদী, এই ভোটে তাঁর দল ভালো ফল করতে সক্ষম হবে। তাঁর কথায়, জেলা ও বিধানসভা ভিত্তিক কমিটিগুলিকে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা স্থির করতে বলা হয়েছে।
English text here