Barak UpdatesHappeningsBreaking News
ইন্দিরা ভবনেই কর্মী সম্মেলন করতে চান বিক্ষুব্ধরাAggrieved Congress camp wants to conduct workers meet at Indira Bhavan
১৫ জানুয়ারি: কর্মী সম্মেলন করতে চান বিক্ষুব্ধ কংগ্রেসিরা৷ আগামী ৩১ জানুয়ারি সকাল ১১টায় ওই সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত করেছেন তাঁরা৷ এ বার স্থান নির্ধারণের পালা৷ তাঁরা চান, ইন্দিরা ভবনেই তা করতে৷ সে জন্য শুক্রবার চিঠি লিখে অনুমতি চেয়েছেন সুস্মিতা দেব-প্রদীপ দের বিরোধী শিবিরের পাঁচ নেতা অরুণ দত্তমজুমদার, কিশোরকুমার ভট্টাচার্য, অতনু ভট্টাচার্য, আব্দুল হাই লস্কর ও সামসুর রহমান চৌধুরী৷ তাঁরা জেলা কংগ্রেস সভাপতিকে লেখা চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বরার কাছেও৷ তাতে বিক্ষুব্ধ কংগ্রেসিরা দুদিনের মধ্যে তাদের কর্মী সম্মেলনের জন্য ইন্দিরা ভবন ব্যবহারের অনুমতি প্রদানের অনুরোধ করেছেন৷
এই চিঠি লিখে অরুণ দত্তমজুমদার, কিশোরকুমার ভট্টাচার্য, অতনু ভট্টাচার্যরা জেলা কংগ্রেসকে চাপে ফেলতে চেয়েছেন৷ কারণ এর আগে এক হোটেলে সভা করার দরুন মন্তব্য করা হয়েছিল, প্রকৃত কংগ্রেসিরা হোটেলে বসে কেন সভা করবে? দলের ভাল চাইলে তারা ইন্দিরা ভবনে এসে সভা-সমিতি করতেন৷