Barak UpdatesHappeningsBreaking News
করোনায় মৃতের অন্ত্যেষ্টি ঘিরে উধারবন্দের বাগানে উত্তেজনা
২০ আগস্টঃ করোনায় মৃত এক ব্যক্তির সৎকার নিয়ে উধারবন্দ থানার ইস্টামপুরে তীব্র উত্তেজনা দেখা দেয়। পুলিশ মৃদু লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
বুধবার রাতে প্রশাসনের তরফ থেকে এক করোনা সংক্রমিতের মৃতদেহ ইস্টামপুর বাগানে নিয়ে সৎকার করা হয়। তখন কেউ টের পায়নি, সমস্যাও হয়নি৷ কিন্তু গণ্ডগোল বাঁধে স্যানিটাইজ করার জন্য দমকল কর্মীদের খবর দিলে। দমকল ইঞ্জিন মাঝপথে গর্তে ফেঁসে যায়। একে তুলতে ডেকে নিয়ে আসা হয় একটি এক্সেভেটর। গাড়ি দুটির টানাটানিতে রাত কেটে যায়। সকাল হতেই বাগানশ্রমিকরা তাদের দেখে পুরো বিষয় না বুঝেই শ্লোগান শুরু করে৷ দাবি তোলে, করোনার মৃতদেহ তাদের এলাকায় অন্ত্যেষ্টি করা চলবে না।
তারা দমকল ও এক্সেভেটর কর্মীদের আটকে রাখে৷ বেলা যত বাড়তে থাকে, উত্তেজনার পারদ চড়তে থাকে। মৃতদেহ ইতিমধ্যে সৎকার হয়ে গিয়েছে, নতুন কোনও মৃতদেহ আনা হবে না বললেও তারা বুঝতে নারাজ৷ শেষে অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করেন৷ কথা বলতে গিয়ে ব্যর্থ হন৷ শেষে লাঠি উঁচিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় তাঁকে৷ মৃদু লাঠিচার্জে সবাই ছত্রভঙ্গ হলে গাড়ি দুটি এবং কর্মীদের উদ্ধার করে নিয়ে আসে পুলিশ৷