NE UpdatesHappeningsBreaking News
প্রদেশ সভাপতি প্রদ্যুতের পর ত্রিপুরা কংগ্রেস ছাড়লেন ৯ উপজাতি নেতাAfter State President Pradyut’s resignation, 9 more tribal leaders leaves Congress
২৬ সেপ্টেম্বর : মাত্র দুদিন আগে দল ছেড়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা। সভাপতির দলত্যাগের পরই কংগ্রেসে যেন বড় ধস নেমেছে। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির আরও ৯ জন নেতা দল ছাড়লেন। এরা সবাই ত্রিপুরা কংগ্রেসের উপজাতি নেতা। তাঁরা দলীয় পদ ছাড়ার পাশাপাশি প্রাথমিক সদস্য পদও ছেড়ে দিয়েছেন।
ত্রিপুরা কংগ্রেসের যে নেতারা দল ছেড়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন দীনেশ দেববর্মা, শ্রীদাম দেববর্মা, শরতল দেববর্মা, হরি কলই, অর্জুন দেববর্মা, রিতা দেববর্মা, সচিত্র দেববর্মা, প্রফুল্ল মুরাসিং এবং চিত্তরঞ্জন দেববর্মা। দলত্যাগী এই নেতাদের মধ্যে কয়েকজন সাধারণ সম্পাদক, আবার কয়েকজন সম্পাদক পদে আসীন ছিলেন। এরা সবাই কংগ্রেসের তপশিলি উপজাতি সেলের সদস্য।
আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে এক সাংবাদিক বৈঠক করে দীনেশ দেববর্মা জানান, মহারাজা প্রদ্যুৎ কখনই তাঁর লাভের চিন্তা করেননি। তিনি সবসময়ই দলের কথা এবং রাজ্যের মানুষের কথা ভেবেছেন। কিন্তু কয়েকজন কংগ্রেস নেতার তাঁকে সাম্প্রদায়িক বলে মন্তব্য করা খুব দুর্ভাগ্যজনক। আর এজন্যই প্রদ্যুৎ দল ত্যাগ করেছেন। তিনি আরও বলেন, যেহেতু মহারাজা দলে নেই, সেজন্য তাদেরও কংগ্রেসে থাকার কোনও মানে হয় না। এ কারণেই তারা দল ছেড়েছেন।
দীনেশ দেববর্মা বলেন, ত্রিপুরায় নতুন একটি রাজনৈতিক দল গঠন করার চিন্তাভাবনা হচ্ছে এবং মহারাজা হবেন সেই দলের নেতা। এ দিন সাংবাদিক বৈঠকে দলত্যাগী কংগ্রেস নেতারা উত্তর-পূর্বের দায়িত্বে থাকা জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক লুইজিনহো ফেলেরিওর সঙ্গে তাদের তিক্ত অভিজ্ঞতার প্রসঙ্গ উত্থাপন করেন। প্রসঙ্গত, প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা গত মঙ্গলবার কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করার কথা ঘোষণা করেন। ত্রিপুরার রাজ ঘরানার এই সদস্য অভিযোগ করেন, বিজেপির কিছু সদস্য কংগ্রেসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং সাধারণ সম্পাদক ফেলেরিও তাদের কথাই শুনছেন।