India & World UpdatesAnalyticsBreaking News
ফের বাঙালির নোবেল প্রাপ্তি, অমর্ত্য সেনের পর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়After Amartya Sen another Bengali Abhijit Banerjee bags Nobel in Economics
১৪ অক্টোবর : ২০১৯-এর নোবেল প্রাপকদের তালিকায় এবার এক বাঙালি। অর্থনীতিতে নোবেল প্রাপকদের তালিকায় রয়েছেন অভিজিত্ বন্দ্যোপাধ্যায়। তিনি নোবেল জয়ী অপর অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ছাত্র। তাঁর সঙ্গে বাকি যাঁরা এ বার অর্থনীতিতে নোবেল পাচ্ছেন তাঁরা হলেন এস্থার ডাফলো এবং মাইকেল ক্রেমার। এঁদের মধ্যে এস্থার ডাফলো অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। অর্থনীতিতে দারিদ্র নিয়ে গবেষণা করেছেন এই তিনজন। তাঁরা ৯ মিলিয়ন ক্রনর(৯১৮,০০০ ডলার) ভাগ করে নেবেন। গোল্ড মেডেলের সঙ্গে ডিপ্লমা দেওয়া হবে। অসলোতে অনুষ্ঠানটি হবে ১০ ডিসেম্বর।
অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের জন্ম, স্কুল ও কলেজ জীবন কেটেছে কলকাতায়। পড়াশোনা প্রেসিডেন্সিতে। এরপর হার্ভার্ড এবং কেম্ব্রিজে পড়াশোনা। বর্তমানে তিনি আমেরিকার নাগরিক। ডিনামাইটের আবিষ্কারক সুইডিস শিল্পপতি অ্যালফ্রেড নোবেল এই পুরস্কার দেওয়া শুরু করেছিলেন। পদার্থবিদ্যা, রসায়ন, চিকিত্সা বিজ্ঞান এবং সাহিত্যে নোবেল দেওয়া হয়ে থাকে।