Barak UpdatesHappeningsBreaking News
চতুর্থদিনে উদ্ধার নিখোঁজ কিশোরের মৃতদেহ
After 4 days of reported missing, youth’s dead body found in Silchar

ওয়েটুবরাক, ৩ আগস্টঃ শনিবার থেকে নিখোঁজ ছিল শিলচর দাসকলোনির কিশোর বিক্রমজিত ঘোষ। আজ মঙ্গলবার তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কাঠাল রোড এলাকার একটি জলায় আজ ভেসে ওঠে তার মৃতদেহ। পুলিশ তদন্তে নামলেও মৃত্যুর কারণ সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না তাঁরা। পুলিশ জানিয়েছে, পোস্টমর্টেমের পর নিশ্চিত ভাবে বলা যাবে, এটি খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু।
শনিবারই মাধ্যমিক পাশ করেছে উত্তম ঘোষের পুত্র বিক্রম। সেদিন বিকাল চারটা নাগাদ বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পুলিশ মিসিং রিপোর্ট করা হয়েছিল। সোমবার এলাকাবাসী রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখান। দ্রুত তদন্ত করে তাঁর সন্ধান বের করার জোরালো দাবি জানান। এর পরই আজ মৃতদেহ উদ্ধার।
Also Read: মাধ্যমিকে পাশ জানার পর থেকেই কিশোর নিখোঁজ