Barak UpdatesHappeningsAnalytics

আড়াই বছর জেলে রাখার পরে আদালত বলল, কাজলবালা এ দেশেরই
After 2 & half years of imprisonment court declares Kajalbala as Indian

১৯ ডিসেম্বর: ২০ এপ্রিল, ২০১৭ ইংরেজি| শিলচর ফরেনার্স ট্রাইব্যুনালের রায়ে কাজলবালা দেব বিদেশি প্রতিপন্ন হন| তাকে সেদিনই জেলের কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হয়| মায়ের বিরুদ্ধে এই রায় মানতে পারেনি তার ছেলে| দারিদ্র্যের সঙ্গে নিত্য লড়াই করলেও মাকে কারামুক্ত করতে হাইকোর্টে যান| সেখান থেকে মামলাটি ফের খতিয়ে দেখতে ট্রাইব্যুনালেই পাঠানো হয়| উচ্চ আদালত সঙ্গে নির্দেশিকা জুড়ে দেন, বাবা-মেয়ের সম্পর্ক প্রমাণ নিয়ে সন্তুষ্ট হতে না পারলেও ট্রাইব্যুনাল যেন মা-মেয়ের সম্পর্কটা খতিয়ে দেখে| কিন্তু স্কুলের বারান্দায় পা না রাখা মেয়ের পক্ষে নথি দিয়ে কি মা-মেয়ে প্রমাণ সম্ভব?

কাজলবালার মণিপুরের জিরিবাম এলাকায় বেড়ে ওঠা| বাবা কালীকুমার নম:শূদ্র, মা রেখাবালা নমঃশূদ্র| বিয়ে হয় অসমের জিরিঘাটে অজিত দেবের সঙ্গে| সে কয়েক দশক আগের কথা| তার ছেলেই এখন বিয়ে-থা করে এক সন্তানের বাবা৷ আচমকা তার নামে বিদেশি নোটিশ যায়| তাও লেখা, কাজলবালা দেব, স্বামীর নাম কালীকুমার দেব| এখানেই প্রশ্ন, কালীকুমার দেবের স্ত্রী তিনি নন, একথা বলার পর যেখানে তার রেহাই পাওয়ার কথা, সেখানে ট্রাইব্যুনাল তার ওপরই তা প্রমাণের দায়িত্ব দেয়| তিনি ব্যর্থ হওয়ায় তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়| হাইকোর্টের নির্দেশিকা মেনে ছুটোছুটি শুরু করেন কাজলবালার মা রেখারানি নমঃশূদ্র| শেষে তিনিই আদালতে দাড়িয়ে প্রমাণ করেন, কাজল তাঁর মেয়ে| এর পরই আদালত তাকে ভারতীয় মেনে নিয়ে মুক্তির নির্দেশ দেয়| সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে মায়ের সঙ্গে জিরিবামের উদ্দেশে রওয়ানা হয়েছেন কাজলবালা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker