Barak UpdatesBreaking News

করিমগঞ্জে দু’দিনের পুলিশ রিমান্ডে অভিযুক্ত প্রাক্তন জেলাশাসক
Accused former DC of Karimganj sent to police remand for 2 daysAccused former DC of Karimganj sent to police remand for 2 days

২০ আগস্ট : করিমগঞ্জের প্রাক্তন জেলাশাসক প্রদীপ কুমার তালুকদারকে দুদিনের রিমান্ডে নিয়ে গেল করিমগঞ্জ পুলিশ। কুড়িটি মামলায় হাইকোর্টের অন্তর্বর্তী জামিন হাতে থাকার পরও রেহাই পাননি তিনি। ২১ নম্বর মামলার সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, করিমগঞ্জের বহু বিতর্কিত জমি কেলেঙ্কারিতে জড়িত করিমগঞ্জের প্রাক্তন জেলাশাসক প্রদীপ কুমার তালুকদার ও বর্তমান কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক নবারুণ ভট্টাচার্য করিমগঞ্জ সদর থানায় হাজিরা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে রবিবার প্রদীপ কুমার তালুকদারকে গুয়াহাটি থেকে গ্রেফতার করে এনেছে পুলিশ। করিমগঞ্জের পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় বলেন, সুতারকান্দিতে জমি কেলেঙ্কারির অনেক তথ্য সামনে এসেছে। একজনের জমি আরেকজনের নামে নামজারি করা হয়েছে। এভাবে যাবতীয় জাল নথিপত্র তৈরি করা হয়। জমি ক্রয় হয়েছে বলে দেখানো হয়, অথচ প্রকৃত মালিকরা এক টাকাও পাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker