Barak UpdatesHappeningsBreaking News
পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানায় এবিভিপিABVP welcomes UGC’s decision of conducting final semester exam
৯ জুলাই: চূড়ান্ত বর্ষের পরীক্ষা গ্রহণ করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবিভিপি৷ ইউজিসি গাইডলাইন মেনে পরীক্ষা গ্রহণ করার জন্য তাঁরা অনুরোধ জানিয়েছেন৷ সঙ্গে কিছু পরামর্শ দিয়ে, দাবি জানিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এক স্মারকপত্র প্রদান করে৷ রাজ্য সম্পাদক রাকেশ দাস স্বাক্ষরিত স্মারকপত্রে ওপেন বুক এক্সামিনেশন , প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট বা রচনাধর্মী কার্যের মাধ্যমে মূল্যায়ন, অনলাইন মৌখিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন অথবা উপরোক্ত বিন্দুগুলো এবং পূর্ববর্তী ফলাফলের ভিত্তিতে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয় ।
বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে উত্তর-পূর্ব ক্ষেত্র জনসম্পর্ক প্রমুখ মহেশ ভাগবত, বরাক বিভাগ সাংগঠনিক সম্পাদক প্রেমজ্যোতি নাথ, শিলচর শাখা সহ-সম্পাদক শিভম বড়ুয়া বিশ্ববিদ্যালয় ইনচার্জ সুচরিতা রায়, বিনয় পাল প্রমুখ উপাচার্যের সঙ্গে এক আলোচনায় মিলিত হয়ে এই মহামারী অবস্থায় ছাত্র-ছাত্রীর ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে উপরোক্ত প্রস্তাবগুলি কার্যকর করার দাবি জানান৷