India & World UpdatesAnalyticsBreaking News
Aadhar Card compulsory for getting central grantsকেন্দ্রের অনুদান পেতে আধার কার্ড বাধ্যতামূলক
১৯ জানুয়ারি : কেন্দ্র সরকারের কাছ থেকে কোনও সাহায্য পেতে হলে এখন থেকে আধার কার্ড দেখাতে হবে। দেশের কোথাও কোনও সাম্প্রদায়িক সংঘর্ষ বা মাওবাদীদের হিংসা, সীমান্তে সেনার গুলি বা আইইডি বিস্ফোরণে আক্রান্ত পরিবারের সদস্যের আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক। এই কার্ড ছাড়া কেন্দ্র সরকার কোনও ধরনের আর্থিক সাহায্য প্রদান করবে না।
কেন্দ্র সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদী বা মাওবাদী আক্রমণ তথা সাম্প্রদায়িক সংঘর্ষে আক্রান্ত পরিবারকে কেন্দ্র সরকারের সাহায্য লাভ করতে হলে এ বার আধার কার্ড দেখাতে হবে। তবে আসাম ও মেঘালয়কে বাদ দিয়ে দেশের সব রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলে এই নিয়ম প্রযোজ্য হবে। উল্লেখ্য, কিছুদিন আগে কেন্দ্র সরকার পেনশন প্রকল্পের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক করেছিল।