Barak UpdatesBreaking News
তারাপুরে ভাষা শহিদ স্মারক উদ্যান চায় আভাAABHA demands memorial & park at Tarapur in honour of language martyrs
৮ ফেব্রুয়ারি : শিলচরের তারাপুর প্রথম পল্লী ক্লাব সংলগ্ন জমিতে ভাষা শহিদ স্মারক উদ্যান নির্মাণ করার দাবি জানাল আভা অর্থাৎ অল আসাম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন। পাশাপাশি শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে তারাপুর ফ্লাইওভার পর্যন্ত রাস্তার নাম ভাষাশহিদের নামে নামাঙ্কিত করার দাবি জানিয়েছে আভা।
সংস্থা আরও বলেছে, সম্প্রতি আসাম সরকার বরাক উপত্যকায় যে ভাষা শহিদ স্মারক নির্মাণের কথা ঘোষণা করেছে সেটি আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ দ্বারা নির্মাণ করা হোক।
শুক্রবার এক সাংবাদিক বৈঠকে আভার পক্ষে সভাপতি বাসুদেব শর্মা, উপ-সভাপতি কুসুমাসু পুরকায়স্থ প্রমুখ বলেন, বর্তমান সরকার দীর্ঘ বছর ধরে উপেক্ষিত বরাকের ভাষা শহিদদের মর্যাদা দিয়েছে। তাঁরা বলেন, বরাক ও ব্রহ্মপুত্রের সেতুবন্ধনে এই সরকার যে বিশেষ প্রচেষ্টা নিয়েছে, আভা তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছে
আসাম সরকার এ বারের বাজেটে বরাকে একটি ভাষা শহিদ স্মারক নির্মাণের কথা ঘোষণা করায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকেও ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।
আভার কর্মকর্তারা আরও বলেন, এই স্মারক নির্মাণের কথা ঘোষণার দু’দিন অতিক্রান্ত হয়ে গেলেও বরাকের তথাকথিত বুদ্ধিজীবী ও কোনও নামি সাংস্কৃতিক সংগঠন এই প্রয়াসে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। এতে সংস্থা বিস্ময় প্রকাশ করেছে। তবে এনি ওয়ান নামের একটি বেসরকারি সংস্থা এ নিয়ে সরকারকে সাধুবাদ জানানোয় আভা তাদের ধন্যবাদ জানিয়েছে।
এ দিন সাংবাদিক বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন উপ-সভাপতি প্রমোদ শ্রীবাস্তব, সম্পাদক শান্তনু সূত্রধর, নীতিশ ভট্টাচার্য, শান্তনু রায়, সন্দীপন দত্ত পুরকায়স্থ, পার্থ দাস প্রমুখ।