Barak UpdatesBreaking News

ইউটিউবে কালিকাকে নিয়ে মুক্তি পেলো ভিডিও অ্যালবাম, গাইল তিন ব্যান্ড
A musical tribute to ‘Moner Manush’ Kalika

প্রখ্যাত লোকসঙ্গীত গবেষক কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে স্মরণ করতে নতুন উদ্যমে সঙ্গীতময় যাত্রা করল শিবম মাল্টিমিডিয়া প্রোডাকশন। মনের মানুষ কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে প্রোডাকশন ৮ই সেপ্টেম্বর ইউটিউবে একটি ভিডিও অ্যালবাম ‘আমি তোমারই নাম গাই’ প্রকাশ করলো।

Rananuj

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই প্রকল্পের প্রযোজক জয়দীপ চক্রবর্তী বলেছেন, এই লোকশিল্পীকে শ্রদ্ধা জানাতে সম্ভবত এই প্রথমবার বরাক উপত্যকার তিন জেলা থেকে তিনটি ব্যান্ড একসঙ্গে কাজ করেছে। মনের টানেই এতে শামিল হয়েছেন দলছুট সরগম ও ফেরিওয়ালার শিল্পীরা এবং সঙ্গে রয়েছেন এক ঝাঁক মিউজিসিয়ান। ‘আমি তোমারই নাম গাই’ গানের মাধ্যমে এই তিন ব্যান্ডের শিল্পীরা তাদের প্রিয় কালিকা প্রসাদকে তাঁর ১১ই সেপ্টেম্বর জন্মদিনের প্রাক্কালে শ্রদ্ধা নিবেদন করেছেন।

একঝাঁক কালিকা অনুরাগীর সামনে শনিবার শিলচরের ইলোরা হেরিটেজে এক অনুষ্ঠানে এই ভিডিও অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন কাছাড়ের জেলাশাসক এর লক্ষণন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বর্ণালী চৌধুরী, শিবম দাস সহ অন্যরা। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন কালিকাপ্রসাদের বড় বোন নন্দিনী চক্রবর্তী। তিনি বলেন, কালিকা সবসময় তাঁর সৃষ্টিতে বেঁচে থাকবে।

এই প্রোডাকশনে অংশ নেওয়া বিভিন্ন শিল্পী ও সংগঠনের রয়েছেন নৃত্য উপাসনা কেন্দ্র, অমনবর্তিকা যাদব, পুষ্পাঞ্জলি দাস, অনিকেত বরুয়া, শর্বানী দেব, তনুশ্রী রায়, শর্মিলা দেব, সায়ন রায়, মহুয়া রায়, অগ্নিবীণা দত্তচৌধুরী, ময়ুরী কুন্ডু, পূজা রায়চৌধুরী, বৈশালী দেব, অন্তরা দেব, অনামিকা দেব, ঈশিতা সূত্রধর, দীপশিখা দেবনাথ, সঞ্জিতা দেবনাথ, অরিন্দম চক্রবর্তী, মাধুর্য চৌধুরী, শ্রেষ্ঠা পাল, সুজিত পাল, অধিষ্ঠিতা শর্মা, শোভন দাস,পিঙ্কু চক্রবর্তী ও কানাইলাল দাস।

এফেক্ট স্টুডিও-র পিঙ্কু চক্রবর্তী ছিলেন অডিও মিক্সিংয়ে। ভিডিও মিক্সিং করেছেন ভিটভি-র বিভূতি মজুমদার। অ্যালবামে সঙ্গীত নির্দেশনায় রয়েছেন কানাইলাল দাস। তবে যে মানুষটি পুরো প্রজেক্টের পেছনে রয়েছেন তিনি শিবম দাস।

Shibam Multimedia Production comes out with a musical project to commemorate prolific folk artist Kalika Prasad Bhattacharjee. A music video entitled ‘Ami Tomari Nam Gai’ (I sing your praise) was released on September 8 on youtube as a mark of tribute to the person so close to their heart.

Speaking during the occasion, the Producer of this project Joydeep Chakraborty said that it is probably for the first time in Barak Valley that three music bands from the three districts of Barak Valley-Dolchut, Sargam & Feriwala along with a host of musicians and technicians have joined hands in this project so close to their heart. With this song ‘Ami Tomari Nam Gai’, they intend to pay homage to the deceased artist on his forthcoming birthday on 11 September.

The music project was formally released by Dr. S. Laksmanan, Deputy Commissioner of Cachar in presence of a host of people who loves and adores Kalika. Swarnali Choudhury, Shibam Das and some others also spoke during the occasion. Nandini Chakraborty, the elder sister of Kalika Prasad was all in tears when she was invited to speak a few lines on this occasion. She said that Kalika will remain forever alive in his creations.

A host of artists & associations including Nritya Upasona Kendra,  Amanvartika yadav, Puspanjali Das, Aniket Barua, Sarbani Deb, Anusri Roy, Sharmila Deb, Sayan Roy, Mahua Roy, Agnibeena Dutta Purkayastha, Mayuri Kaunda, Puja Roy Choudhury, Baishali Deb, Antara Deb, Anamika Deb, Ishita Sutradhar, Dipshikha debnath, Sanjita Debnath, Arindam Chakraborty, Madhurjya Choudhury, Shrestha Paul, Sujit Paul, Adhisthita Sharma, Shubhan Das, Pinku Chakraborty & Kanai Lal Das were an integral part of this ambitious project.

The audio mixing was done by Pinku Chakraborty of Effects Audio, Silchar, whereas Bibhuti Majumdar of VTV Silchar did the video mixing. The music of this song was arranged by Kanailal Das. The main person who conceived the entire project and Directed it was Shibam Das. Here is its youtube link:

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker