Barak UpdatesHappenings
শিলচরের ট্রাফিক সমস্যা নিয়ে বিধায়কের কাছে প্রতিনিধি দলA group of citizens meets MLA Silchar on the issue of traffic problem at Silchar
৩ নভেম্বর : শিলচর মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই যুবতীর মৃত্যুর ঘটনার পর এ নিয়ে শিলচরের কয়েকটি সংস্থার প্রতিনিধিরা বিধায়ক দিলীপ কুমার পালের সঙ্গে দেখা করে প্রশাসন ও পুলিশের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেছেন। এই প্রতিনিধিরা বিধায়কের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন।
এ দিন প্রতিনিধিরা বিধায়ককে বলেন, মাত্র দু’মাস আগে শিক্ষক জগদীশ চক্রবর্তী, সাংবাদিক মলিন শর্মার মৃত্যুর পর শিলচরবাসী পথে নেমে জোরদার আন্দোলন করেছিলেন। তখন কাছাড়ের জেলাশাসক ও পুলিশ সুপার সার্কিট হাউসে আন্দোলনকারী ও শহরের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক অনুশাসন সম্পর্কে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেগুলো রূপায়িত না হওয়ায় ৩০ অক্টোবর সন্ধ্যায় ফের বেপরোয়া লরির ধাক্কায় দুই যুবতীর প্রাণ গিয়েছে। তাছাড়া এই দুর্ঘটনায় অনেকেই আহত হয়ে চিকিতসাধীন রয়েছেন। প্রতিনিধিরা বিধায়কের কাছে জানতে চান, এই দুর্বল প্রশাসন ও পুলিশ বিভাগকে সচল করতে কেন সরকার ও জনপ্রতিনিধিরা কোনও ভূমিকা নিচ্ছেন না।
বিধায়ক এ দিন দুঃখ প্রকাশ করে বলেন, তিনিও এই ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থার জন্য শিলচরবাসীর একের পর এক প্রাণহানির ঘটনার জন্য মর্মাহত। প্রশাসনের ভূমিকায় তিনিও ক্ষুব্ধ। প্রশাসনকে বার বার এ সব বিষয়ে সাবধান করা সত্ত্বেও আধিকারিকরা তাতে গুরুত্ব দিচ্ছেন না। বিধায়ক আশ্বস্ত করে বলেন, তিনি খুব শীঘ্রই রাজ্য সরকারের মাধ্যমে এ ব্যাপারে উদ্যোগ নেবেন। তিনি প্রতিনিধি দলকে তাদের দাবিগুলো লিখিতভাবে দেওয়ার অনুরোধ জানান।
প্রতিনিধি দলের পক্ষে আইনজীবী তুহিনা শর্মা, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সংগঠক সব্যসাচী রুদ্রগুপ্ত, সমাজকর্মী সৌমিত্র দত্তরায় প্রমুখ জোর দিয়ে বলেন, শিলচর সহ বরাকের বিভিন্ন স্থানে সিন্ডিকেটরাজ মারাত্মকভাবে বেড়েছে। এগুলোও সাম্প্রতিক সমস্যার জন্য অনেকাংশে দায়ী। তাঁরা বলেন, এই সিন্ডিকেটরাজ বন্ধ করতে আগামীতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। বিধায়ক প্রতিনিধি দলকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, তিনি নিজেও এ সব সমস্যা সমাধানে জনগণের পাশে থাকবেন। প্রতিনিধিরা সড়ক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা, বাইপাস চালু ইত্যাদি ব্যাপারে স্মারকপত্র প্রদান করেন। এই প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন বুবু চৌধুরী, সিক্তা পাল, পীযুষকান্তি চৌধুরী, পল্লবিতা শর্মা, শুভজিত দাস, নিকিতা বণিক, অমররাজ আচার্য প্রমুখ।