Barak UpdatesHappeningsBusinessBreaking News

এনএবিএল অ্যাক্রেডিটেশন পেল দিবাস্ক্যান ডায়গনোস্টিক

ওয়েটুবরাক, ৭ জুলাইঃ বরাক উপত্যকায় মেডিক্যাল টেস্টিংয়ে শিলচরের দিবাস্ক্যান ডায়গনোস্টিক সেন্টার অনেক আগেই মানুষের ভরসার স্থল হয়ে উঠেছে। একেই প্রক্রিয়াগত ভাবে স্বীকৃতি জানাল ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যলিব্রেশন ল্যাবরেটরিজ, সংক্ষেপে এনএবিএল। তাঁরা বিভিন্ন পরীক্ষানিরীক্ষা এবং লাগাতার নজরদারির পর জানিয়ে দিয়েছে, দিবাস্ক্যানের প্রতি মানুষের এতদিনের ভরসা যথার্থই। এই সংস্থা গুণমত এবং যোগ্যতার নিরিখে একটি উপযুক্ত মেডিক্যাল ল্যাবরেটরি। শংসাপত্র পাঠিয়ে এনএবিএলের চিফ এগজিকিউটিভ অফিসার এন ভেঙ্কটশ্বরণ জানিয়েছেন, মেডিক্যাল টেস্টিংয়ের ক্ষেত্রে দিবাস্ক্যান ডায়গনোস্টিক সেন্টারের কাজকর্ম যথেষ্ট সন্তোষজনক।

প্রসঙ্গত, এই অঞ্চলে একমাত্র তাদেরই এনএবিএল অ্যাক্রেডিটেশন রয়েছে। দিবাস্ক্যানের কর্ণধার ডা. সৌমিত্র দত্ত বলেন, আইসিএমআরের অনুমোদন অনেক আগে থেকেই রয়েছে। এ বার এনএবিএল অ্যাক্রেডিটেশনের মাধ্যমে হেমাটোলজি, ক্লিনিক্যাল বায়োটেকনোলজি এবং ক্লিনিক্যাল প্যাথলজিতে আমাদের নিষ্ঠা আরও একবার প্রমাণিত হল।

কোভিড পরিস্থিতিতে দিবাস্ক্যানের ভূমিকার কথা শহরের মানুষের মুখে মুখে। বিশেষ করে আরটিপিসিআর এবং আরএটি-র নমুনা বাড়ি বা হাসপাতাল থেকে গিয়ে সংগ্রহ করার দরুন অনেকে স্বস্তিবোধ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker