NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ভারতমালা প্রকল্পে কাটিগড়ায় চূড়ান্ত জরিপ সম্পন্ন, টেন্ডার শীঘ্রই
ওয়েটুবরাক, ২৯ জুন: আগরতলা-শিলচর ২৮০ কিলোমিটার সড়ক চারলেনে জুড়তে ভারতমালা প্রকল্পে বড়সড় কাজ হাতে নিয়েছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)৷ গতকাল সোমবার করপোরেশনের জেনারেল ম্যানেজার ও বিধায়ক খলিলউদ্দিন মজুমদার কাটিগড়ার যে দিক ধরে রাস্তাটি এগোবে, ওইসব এলাকা পরিদর্শন করেন৷ পরে তাঁরা জানান, কাটিগড়া এলাকায় জরিপের কাজ সম্পন্ন হয়েছে৷ ফলে ওই দিকের কাজের জন্য শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে৷
এই রাস্তায় শ্রীকোণা কালীনগর ও শিয়ালটেককে যুক্ত করতে বরাক নদীর ওপর একটি সেতু হবে৷ পরে তারিণীপুর হয়ে কাটিগড়ায় ৬ নং জাতীয় সড়ক পেরোবে ওভারব্রিজ দিয়ে৷ সেখান থেকে জগদীশপুর, করইকান্দি, তেলিটিকর, মাদারপুর হয়ে করিমগঞ্জের মালুয়া যুক্ত হবে বরাক নদীর ওপর আর এক সেতুতে৷ সেখান থেকে পুরনো রুট ধরে ত্রিপুরায় ঢুকে পড়বে৷ তবে পুরো রাস্তা হবে চার লেনের অর্থাৎ ৬০ মিটার চওড়া৷