Barak UpdatesHappeningsCulture
গ্রন্থাগারের নির্মাণকাজ বন্ধ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ
ওয়েটুবরাক, ১৬ জুনঃ বড়সড় পরিকল্পনা নিয়ে শুরু হয়েছিল শিলচর জেলা গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহ নির্মাণের কাজ। পুরনো দালানবাড়ি গুঁড়িয়ে দিয়ে নির্মাণকাজও শুরু হয়েছিল। কিন্তু আচমকা তা স্তব্ধ হয়ে যায়। ঠিকাদারের মানুষদের এখন আর ওই এলাকায় দেখা যায় না। এ নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। আজ বুধবার মঞ্চের এক প্রতিনিধি দল জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি পাঠায়।
তাঁরা তাতে উল্লেখ করেন, সাধ্যমত খরচে সুস্থ সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য জেলা গ্রন্থাগারের মত একটি প্রেক্ষাগৃহ খুব দরকার। বেশ কিছুদিন তাঁরা হলঘরের অভাব বোধ করছেন। অপেক্ষায় ছিলেন, দ্রুত নির্মিত হবে ওই জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ। কিন্তু এখন আশঙ্কায় ভুগছেন তাঁরা। তাই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন, তিনি যেন এ ব্যাপারে খোঁজখবর নিয়ে কোথাও কোনও প্রতিবন্ধকতা থাকলে সমস্ত কিছু দূর করে গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।
আজকের প্রতিনিধিদলে ছিলেন সাধারণ সম্পাদক অজয় রায়, সুবীর ভট্টাচার্য, ঋষিকেশ চক্রবর্তী, অপু সূত্রধর, চন্দন মজুমদার প্রমুখ।