Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে ২০ শিশুশ্রমিককে উদ্ধার করে অরুণোদয় প্রকল্পে মাসিক ভাতা দেওয়া হচ্ছে
ওয়েটুবরাক, ১২ জুন: শিশুশ্রম রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন থেকে অনুপস্থিত শিক্ষার্থীদের প্রতি নজর দিতে অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আবেদন জানানো হয়েছে৷ শনিবার হাইলাকান্দি জেলার সমগ্র শিক্ষা, শ্রমবিভাগ এবং সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত এক জুমমিটিংয়ে এই আবেদন জানানো হয়।
শিক্ষা বিভাগ জানিয়েছে, হাইলাকান্দি জেলায় ৬ বছর থেকে ১৪ বছর পর্যন্ত ৯২ হাজার শিক্ষার্থীকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক, ইউনিফর্ম, খাতা এবং মিড ডে মিল দেওয়া হচ্ছে । তা সত্ত্বেও যদি কোনও পড়ুয়া দীর্ঘদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুপস্থিত থাকে তবে এই পড়ুয়ার প্রতি নজর দিতে শিক্ষককুল এবং অভিভাবকদের প্রতি ওয়েবিনারে আবেদন জানানো হয়।
ওয়েবিনারে আরও জানানো হয়েছে, ড্রপ আউট শিক্ষার্থীদের জন্য জেলায় দুইটি ট্রেনিং স্কুল রয়েছে৷ এগুলিতে ড্রপ আউট শিক্ষার্থীরা শিক্ষা নিতে পারছে। এছাড়া কাটলিছড়ার সুলতানিতে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে ১০০জন শিক্ষার্থীকে আবাসিক শিক্ষা দেওয়া হচ্ছে। চাইল্ড লাইনের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর সৌরভ নাথ জানান, ২০জন শিশুশ্রমিককে উদ্ধার করে অরুণোদয় স্কিমের অধীনে এনে মাসে ৮৩০ টাকা করে বেনিফিট দেওয়া হচ্ছে।
ওয়েবিনারে শ্রমবিভাগের আধিকারিক কৃপাময় দেব, ইউনিসেফের স্টেট কনসালটেন্ট আশিস সরকার, নেহেরু যুব কেন্দ্র সংযোজক কল্পনা বন্দ্যোপাধ্যায়, জেলা শিল্প কেন্দ্রের ম্যানেজার সুশান্ত নাথ, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার গুলজার আহমেদ লস্করও অংশ নেন। স্বাগত ভাষণ দেন ডিপিও গৌতম দেব এবং ধন্যবাদ জানান সমগ্র শিক্ষার ডিপিএম পারভেজ আক্তার।