Barak UpdatesHappeningsSportsBreaking News
৪ বছর বয়সেই ক্রিকেটের পাঠ ! হাইলাকান্দিতে বাড়ির ছাদে পিচ !Meet the 4 years old amazing child cricketer from Hailakandi
ওয়েটুবরাক, ৯ জুনঃ ভবিষ্যতের একজন দক্ষ ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে চার বছর বয়সী রুদ্রের উপর কোচ আল আমন মজুমদার যেভাবে সচেষ্ট, তা দেখে নিজের বাড়ির ছাঁদেই পিচ তৈরি করে দিলেন ক্রিকেটার পিতা কুমারজিৎ সেনগুপ্ত। এখন লকডাউনের জন্য স্কুল বন্ধ। আর একেই সুযোগ হিসেবে নিয়েছেন কোচ আল আমন। প্রতিদিন তাকে ক্রিকেটের পাঠ দিচ্ছেন।
আপার কেজির ছাত্র রুদ্রজিৎ সেনগুপ্তও মাত্র চার মাসের মাথায় তার খেলায় অনেকটা পেশাদারি ভাবনা নিয়ে এসেছে। তা দেখে ভীষণ খুশি কোচ সহ তার পরিবারবর্গ। হাইলাকান্দি শহরের নেতাজি চৌরঙ্গী সংলগ্ন প্রখ্যাত সেনগুপ্ত পরিবারের নবীনতম প্রজন্মের প্রতিভা ইতিমধ্যে চর্চায়।
ঠাকুর্দা প্রয়াত প্রবীরকান্তি সেনগুপ্ত আজীবন হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। পিতা কুমারজিৎ সেনগুপ্তও বয়স ভিত্তিক প্রতিযোগিতায় রাজ্য দলের প্রতিনিধিত্ব করেছেন। তাছাড়া ব্যাঙ্ক আধিকারিক জেঠু কমলজিৎ সেনগুপ্ত দীর্ঘদিন বিভিন্ন ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছেন।আর এবার পারিবারিক এই পরম্পরা এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত রুদ্রজিৎ সেনগুপ্ত। মাত্র চার বছর বয়সি ছোট্ট রুদ্র ব্যাট হাতে যে রুদ্ররূপ দেখাচ্ছে, তাতে করে ভবিষ্যতে এই জেলার একজন দক্ষ ক্রিকেটার পাওয়ার সম্ভাবনা প্রবল। আর রুদ্রের আইডল হলেন কপিল দেব। বিভিন্ন মহল থেকে রুদ্রের উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হচ্ছে।