AnalyticsBreaking News

খোলেনি সংশোধনের অনলাইন, নেই বিবৃতিও
Online correction portal not yet functional, strange silence of NRC authority

১০ ডিসেম্বরঃ অনলাইনে এনআরসি-র নাম সংশোধন আজও চালু হয়নি। এ নিয়ে তিনবার তারিখ জানিয়েও নীরব থাকলেন সমন্বয়রক্ষক প্রতীক হাজেলা। তাতে সাধারণ মানুষের উতকণ্ঠা বেড়ে চলেছে।
হাজেলা প্রথমে জানিয়েছিলেন, ১৫ নভেম্বর থেকে এনআরসি-র ভুল সংশোধনের সুযোগ দেওয়া হবে। একসঙ্গে চলবে অনলাইন ও অফলাইনে। পরে জানানো হয়, ৫ ডিসেম্বর। সে দিন বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রবি বা সোমবার চালু হবে বলে জানান। কিন্তু রবিবার তো হলই না। হয়নি আজও। কবে থেকে চালু হবে, এরও কোনও স্পষ্টীকরণ নেই।

বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রায়কে এসএমএস পাঠিয়ে হাজেলা তখন জানিয়েছিলেন, ১৫ ডিসেম্বর শুধু নাম তোলার জন্য পুনরাবেদনের শেষ দিন। সংশোধনী চলবে এর পরেও। কিন্তু এ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি বা বিবৃতি এখনও সর্বসাধারণের জন্য ঘোষণা হয়নি। ফলে সাধারণ মানুষ বিভ্রান্তিতে। চরম উদ্বেগে তাঁরা প্রতিদিন এনআরসি-র পোর্টাল খুলছেন আর অপেক্ষা করছেন। সব্যসাচীবাবু বলেন, মানুষকে এ ভাবে ঝুলিয়ে রাখার যুক্তি নেই। পরিষ্কার বলা উচিত, আদৌ অনলাইনে সংশোধন হবে কিনা, হলে কবে থেকে।


English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker