NE UpdatesBarak UpdatesHappenings
কোভিড ঝড়: শিলচর মেডিক্যালকে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করার দাবি থাউজেন্ড সায়ন্তনের
ওয়েটুবরাক, ৫ জুন: বহুমুখী কোভিড ঝড়কে রুখতে আগাম সর্তকতা হিসেবে শিলচর মেডিকেল কলেজকে যুদ্ধকালীন তৎপরতায় মাল্টি-সুপার স্পেশালিটি হসপিটালে উন্নীত করার দাবি জানাল থাউজেন্ড সায়ন্তন৷ তাদের কথায়, ব্ল্যাক ফাঙ্গাসই হোক আর পোস্ট কোভিড সমস্যাই হোক, শিলচর মেডিকেল কলেজেই দক্ষিণ আসামের ভরসা। তাই আগাম সর্তকতা হিসেবে সব ধরনের ব্যাকআপ তৈরি করে রাখতে হবে৷
থাউজেন্ড সায়ন্তনের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় উন্নত নিউরো, কার্ডিও, নেফ্রো, পালমোনোলজি, ইমারজেন্সি মেডিসিনের মত বিভাগ চালু করা হউক এবং তা যেন জাতীয় মানের উন্নত হয়। পর্যাপ্ত অক্সিজেন প্লান্ট, আইসিইউ, এন-আইসিইউ ইত্যাদির পাশাপাশি ক্রিয়ামূলক ক্যাথ-ল্যাব, মডুলার-ওটি ইত্যাদি জরুরি পরিকাঠামো অচিরে গড়ে তোলা উচিত। শিলচর মেডিকেল কলেজেই যেন সব সমস্যার সমাধান পেতে পারেন মানুষ।
তাঁরা বলেন, পোস্ট-কোভিডের অন্যতম সমস্যা হচ্ছে কার্ডিও অ্যারেস্ট৷ বিভিন্ন বিশেষজ্ঞের মতামত, সাধারণ কার্ডিও অ্যাটাকে একটা গোল্ডেন আওয়ার থাকে৷ পোস্ট কোভিড কার্ডিও অ্যাটাকের গোল্ডেন আওয়ার অনেকটাই কম।
এ ছাড়া, ব্ল্যাক ফাঙ্গাসের ফলে শিলচরে চিকিৎসাধীন রোগীর নিউরো সমস্যা দেখা দিয়েছে৷ ফলে উন্নত নিউরো সার্জিক্যাল পরিষেবা পাইয়ে দিতে রোগীকে শিলচরের বাইরে স্থানান্তরিত করার পরামর্শ দেয়া হচ্ছে। এই সমস্যা আরও মানুষকে গ্রাস করলে কী হবে, তাঁরা কোথায় যাবেন, কীভাবে চিকিৎসা হবে, সেসব ভেবেই উৎকণ্ঠায় তাঁরা৷ তাই শিলচর মেডিকেল কলেজকে স্বয়ংসম্পূর্ণ মাল্টি-সুপার স্পেশালিটি হসপিটাল করতে না পারলে মুশকিল বাড়বে।