India & World UpdatesHappeningsBreaking News
টেট সার্টিফিকেটের মেয়াদ বেড়ে আজীবন : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
৩ মে : টেট উত্তীর্ণদের জন্য সুখবর। টিচার্স এলিজিবিলিটি টেস্ট দিয়ে যারা সার্টিফিকেট হাতে পেয়েছেন, তাদের এই সার্টিফিকেটের মেয়াদ এ বার সারা জীবন থাকবে। এই সার্টিফিকেটের মেয়াদ ৭ বছর থেকে বাড়িয়ে সারা জীবনের জন্য করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এ দিন এক টুইট বার্তায় বলেন, যে সব টেট উত্তীর্ণদের সার্টিফিকেটের মেয়াদ ৭ বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে, সেগুলো নতুন করে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সরকার ইস্যু করবে। তিনি বলেন, চাকরির সুযোগ ও সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে এটি এক বিশেষ পদক্ষেপ হবে।