Barak UpdatesHappeningsBreaking News
হেরেও বসে নেই তমাল বণিক
ওয়েটুবরাক, ২৭ মেঃ ভোটে জেতার পর বিজয়ীদের কাজের শেষ নেই। শপথগ্রহণ, বিধানসভার অধিবেশন, সংবর্ধনা, এই সভা ওই সভা, আরও কত কী। কিন্তু পরাজিত প্রার্থীরা কোথায়? কী করছেন তাঁরা, যাঁরা জেতার জন্য তীব্র লড়াই করে দ্বিতীয় হয়েছেন? অন্যান্য নির্বাচনের মত এ বারও তাঁদের আর মাঠে দেখা যাচ্ছে না। অধিকাংশ হতাশায় নিত্য হিসেব কষছেন, কী ভাবে এত কম ভোট পেলেন। কেউ কেউ ভাবছেন, মানুষ যখন জেতালই না, আর তাঁদের কথা ভেবে লাভ নেই। একাংশ এমনও ভাবছেন, যাক না আরও কিছুদিন। পরে দেখা যাবে। সেখানেই ব্যতিক্রম তমালকান্তি বণিক।
শিলচর পুরসভার কয়েকমাসের পুরপ্রধান। এ বারের শিলচর আসনের কংগ্রেস প্রার্থী। বিশাল ব্যবধানে হেরেও যার বিন্দুমাত্র অভিমান নেই। ঘরে বসে থাকার পরিবর্তে বরং এই কিছুদিনে কাজের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। বেড়ে গিয়েছে তাঁর জনসংযোগ, সমাজসেবা। শিলচর শহর-গ্রামের নানা সমস্যা নিয়ে কখনও জেলাশাসকের কাছে ছুটছেন, কখনও মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষের সঙ্গে আলোচনা করছেন। একদিন গ্রামীণ জনতার কাছে যাচ্ছেন, তো পরদিন পিপিই কিট পরে শ্মশানঘাটে চলে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার শ্মশানে গিয়ে দেখেন, পানীয় জলের বড় সমস্যা। সেখানে দাঁড়িয়েই কথা বললেন পুরসভার পানীয় জল সরবরাহের দায়িত্বে থাকা কর্মীর সঙ্গে। পানীয় জলের বন্দোবস্ত করেন। অনেকেই বিস্মিত হচ্ছেন, তিনি কি জিতেছেন ! তমালবাবু বলেন, ”মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে থাকব। এর সঙ্গে রাজনীতি বা ভোটের সম্পর্ক নেই।”