India & World UpdatesHappeningsBreaking News
আজ বাজারজাত হচ্ছে ডিআরডিও-র ২-ডিজি
১৭ মে : ডিআরডিও-র অ্যান্টি কোভিড ওষুধ ২-ডিজি আজ বাজারজাত হচ্ছে। হায়দরাবাদের ড. রেড্ডিস লিমিটেডের সঙ্গে মিলে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও এই ওষুধটি তৈরি করেছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন এই ওষুধটি বাজারজাত করবেন। এই ওষুধটি কোভিড রোগীদের চিকিতসায় ব্যবহার করা হবে। এটি কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বড় হাতিয়ার হবে বলে মনে করা হচ্ছে।
এ দিকে, সোমবার দিল্লির বিভিন্ন হাসপাতালে এই ওষুধ সরবরাহ করা হবে। ওষুধটি অনেকটা পাউডারের মতো। জলে গুলে এই ওষুধ রোগীদের সেবন করতে হবে। গ্লুকোজের মতো হওয়ায় খুব সহজেই এই ওষুধ সারা শরীরে ছড়িয়ে পড়বে। এই ওষুধ ব্যবহারের ফলে অক্সিজেন নির্ভরতা ক্রমশ কমবে এবং রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া জরুরি ভিত্তিতে এই ওষুধ ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিলে ২-ডিজি’র ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছিল।