India & World UpdatesHappeningsBreaking News
ব্যবধান বাড়লেও আগের বুকিংয়ে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ2nd dose of Covishield to be given within 6-8 weeks for those who booked earlier
১৬ মে ঃ যারা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের জন্য আগে থেকে অনলাইনে বুকিং করেছেন, তাদের এই টিকা পেতে কোনও অসুবিধে হবে না। কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে এখন ব্যবধান বেড়ে গেলেও বুকিং হয়ে গেলে তাদের আগের হিসেবেই ভ্যাকসিন দেওয়া হবে। রবিবার কেন্দ্র সরকার এ কথা স্পষ্ট করে দিয়েছে। তবে হিতাধিকারীদের তাদের অ্যাপোয়েনমেন্ট পুনরায় ঠিক করার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু যারা দ্বিতীয় ডোজের জন্য আগের ব্যবধানে বুকিং করে স্লট পেয়ে গেছেন, তাদের ফিরিয়ে দেওয়া হবে না।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক নির্দেশে বলা হয়েছে, এখন আর নতুন করে আগের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য কোনও বুকিং করা যাবে না। অর্থাৎ ৮৪ দিনের কম হলে এখন আর কেউ নতুন করে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের জন্য বুকিং করতে পারবেন না। কো-উইন পোর্টালেই এ সংক্রান্ত পরিবর্তন করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, কেন্দ্র সরকার গত ১৩ মে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ডাঃ এন কে অরোরার নেতৃত্বে থাকা কোভিড কার্যকরী গ্রুপ দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।