NE UpdatesHappeningsBreaking News
কোভিড : ৩ মাসের জন্য যুদ্ধবিরতি ঘোষণা আলফার
১৫ মে : করোনা পরিস্থিতিতে আগামী ৩ মাসের জন্য একপক্ষীয় যুদ্ধবিরতি ঘোষণা করেছে আলফা। এক বিবৃতিতে সংগঠনের উপ-সভাপতি তথা সেনাধ্যক্ষ পরেশ বরুয়া এ কথা জানিয়েছেন। এক প্রেস বিবৃতিতে সেনাধ্যক্ষ উল্লেখ করেছেন, মানব জাতির চরম সংকটের সময় ঔপনিবেশিক ভারতের দখলদারি বাহিনী ও আসাম পুলিশের কিছু অসাধু আধিকারিক সংযুক্ত মুক্তি বাহিনী, অসম (স্বাধীন) এর ভাবমূর্তি কলঙ্কিত করার জন্য কিছু গোপন চক্রান্ত করার অভিযোগ উত্থাপন করে।
বিবৃতিতে বলা হয়েছে, করোনা জনিত পরিস্থিতির প্রতি লক্ষ রেখে সংযুক্ত মুক্তি বাহিনী অসম (স্বাধীন) সংগঠনের সামরিক বিভাগ সংযুক্ত মুক্তি ফৌজ অসম আজ থেকে আগামী তিন মাসের জন্য সব ধরনের সামরিক অভিযান একপক্ষীয়ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গুয়াহাটি ভিত্তিক বিভিন্ন পোর্টাল ও নিউজ চ্যানেলে এ সংক্রান্ত খবরও প্রকাশ পেয়েছে। এমনকি এ ব্যাপারে আলফা সেনাধ্যক্ষের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বলেও একটি নিউজ চ্যানেল দাবি করেছে।