India & World UpdatesHappeningsBreaking News
দিল্লিতে আরও এক সপ্তাহ লকডাউনLockdown extended by a week in Delhi
২৫ এপ্রিল : শেষমেশ দিল্লিতে লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হল।পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাওয়ায় ডিজাস্টার ম্যানেজমেন্টের অনুরোধ রাখল অরবিন্দ কেজরিওয়ালের প্রশাসন। এ দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক বৈঠক করে রাজ্যে লকডাউন মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত সপ্তাহের ১৯ এপ্রিল প্রথম লকডাউন ঘোষণা করে দিল্লি সরকার। যার মেয়াদ ছিল আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত। কিন্তু সেই লকডাউন শেষ হওয়ার আগেই আরও সাত দিন লকডাউনের কথা ঘোষণা করল দিল্লি সরকার। জানা গিয়েছে, দিল্লিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রায় ৩২ শতাংশ হারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। যার ফলে ক্রমশ বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। নেই বেড, নেই অক্সিজেন, এহেন অবস্থায় একমাত্র উপায় যদি সংক্রমণ কমানো যায়। আর সেই সংক্রমণ কমাতে লকডাউনের পথে হাঁটতে চলেছে কেজরি সরকার। এই নিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটায় দ্বিতীয়বার লকডাউন রাজধানীতে।।