NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
দয়ানন্দের বিরুদ্ধে যুব ইনটাকের মামলা, প্রতিবাদ এবিভিপিরও
ওয়েটুবরাক, ২৩ এপ্রিল: বরাক উপত্যকা তথা বাঙালিদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যান দয়ানন্দ বরগোঁহাইর বিরুদ্ধে উপত্যকা জুড়ে ক্ষোভপ্রকাশ অব্যাহত রয়েছে৷ গড়ছে মামলার পাহাড়ও৷ আজ শুক্রবারও শিলচর সদর থানায় আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে এফআইআর জমা পড়ে৷ যুব ইনটাকের জেলা সভাপতি অনুপম পাল শিলচর সদর থানায় এজাহার দিয়ে বলেন, দয়ানন্দবাবু বিভিন্ন ভাষাগোষ্ঠীর মধ্যে বিদ্বেষ সৃষ্টির লক্ষ্যেই বরাককে পৃথক হয়ে যেতে বলেছেন৷ তাঁর অভিযোগ, রাজ্যে দাঙ্গা বাঁধাতে চাইছেন দয়ানন্দ বরগোঁহাই৷
এবিভিপির রাজ্য কমিটিও নিন্দায় সরব হয়ে তাঁর মন্তব্যকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছে৷ সম্পাদক রাকেশ দাস বলেন, আসাম যখন বরাক-ব্রহ্মপুত্র সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন ও প্রগতির পথে এগোচ্ছে, সে সময় দয়ানন্দবাবু সমাজবিরোধী মন্তব্য করে একতা নষ্ট করে দিতে চাইছেন৷ এবিভিপির দাবি, আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে৷