NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

কোভিড টেস্ট না করেই বেরিয়ে এলেন তিন শতাধিক বিমানযাত্রী, ফৌজদারি মামলা, পরীক্ষায় পজিটিভ ৬
Around 300 passengers comes out of Silchar Airport evading Covid test, case registered

ওয়েটুবরাক, ২১ এপ্রিলঃ বিমানবন্দরে বাধ্যতামূলক কোভিড টেস্টের নির্দেশ দেওয়া হলেও শিলচরে আজ বুধবার তিন শতাধিক যাত্রী কোনও পরীক্ষানিরীক্ষায় সম্মত হয়নি। তাঁরা কারও কোনও কথা শুনতে চাননি। সোজা বেরিয়ে পড়েন বিমানবন্দর থেকে। বিমানবন্দরে ভিড় ও গত বছরের জটিলতা এড়াতে জেলা স্বাস্থ্য বিভাগ এ বার পার্শ্ববর্তী টিকল হাসপাতালে বিমানযাত্রীদের জন্য কোভিড টেস্টের ব্যবস্থা করে। বিমানবন্দর থেকে যাত্রীদের আনা-নেওয়ার জন্য সরকারি তরফেই বাসের বন্দোবস্ত করা হয়। কিন্তু ওই যাত্রীরা বাসেই ওঠেননি। আবার বাসে ওঠা যাত্রীদেরও একাংশ হাসপাতালে ঢোকেননি। কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ান জানিয়েছেন, সকলের নাম-ঠিকানা তাঁরা সংগ্রহ করছেন। প্রত্যেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৮৮ ধারায় তাদের অভিযুক্ত করা হবে।

Rananuj

সুমিতবাবু বলেন, এ দিন ছয়টি বিমানে মোট ৬৯০ জন যাত্রী দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিলচরে আসেন। তাঁদের মধ্যে ১৮৯ জনের টেস্ট করা হয়েছে। ৬জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এখানে নেমে অন্য রাজ্যে যাবেন বলে ৪৬জনকে পরীক্ষা থেকে ছাড় দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker