NE UpdatesBarak UpdatesHappenings

গণনা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে সতর্ক করে দিল মহাজোট

ওয়েটুবরাক, ১৩ এপ্রিলঃ টেবিল ভিত্তিক গণনাকর্মীদের নাম জানতে চায় মহাজোট৷ আজ মঙ্গলবার রিপুণ বরার নেতৃত্বে মহাজোটের এক প্রতিনিধি দল গুয়াহাটিতে অতিরিক্ত মুখ্য নির্বাচন অফিসারের সঙ্গে সাক্ষাত করে। দেশের মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশে লেখা এক স্মারকলিপি তাঁর হাতে তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে তাঁরা বলেন, টেবিলভিত্তিক প্রার্থীদের তালিকা যেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়। এ ছাড়া, প্রতিটি টেবিলের গণনার ভিডিও এবং ইভিএম আনা-নেওয়ার ভিডিও যেন তিনি চেয়ে নেন।

মহাজোটের আরও দাবি, গণনা শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীদের এজেন্টকে স্ট্রংরুমের সামনে অবস্থানের সুযোগ দিতে হবে। এক রাউন্ড গণনা পুরো শেষ হওয়ার পরই যাতে পরবর্তী রাউন্ডের ইভিএম আনা হয়।মুখ্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকপত্র পাঠিয়ে দাবি করা হয়েছে, তিনি যেন রিটার্নিং অফিসারদের কাছ থেকে পোস্টাল ব্যালট সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে নেন। বিশেষ করে, এক-একটি আসনে কত পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে, কবে সেগুলি ইস্যু হয়েছে, এর মধ্যে কতগুলি ফিরে এসেছে ইত্যাদি জানতে হবে। ভোটকর্মী, নিরাপত্তা কর্মী, অশীতিপর, প্রতিবন্ধী ভোটারদের পোস্টাল ব্যালটের সংখ্যা পৃথকভাবে জেনে নিতেও অনুরোধ জানানো হয়েছে।

স্মারকপত্রে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বরা, কংগ্রেসের পরিষদীয় দলনেতা দেবব্রত শইকিয়া, সাংসদ প্রদ্যুত বরদলৈ, এআইইউডিএফের সাধারণ সম্পাদক করিমুদ্দিন বড়ভুইয়া প্রমুখ সই করেন। সিপিএম, সিপিআই, সিপিআইএমএল, আরজেডি এবং ইউপিপিএল নেতারাও স্বাক্ষর করেছেন তাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker