Barak UpdatesHappeningsBreaking News
পুনর্নির্বাচনের জন্য পর্যবেক্ষক নিয়োগ করল কংগ্রেস
ওয়েটুবরাক, ১০ এপ্রিলঃ আগামী ২০ এপ্রিল অনুষ্ঠেয় পুনর্নিবার্চনের জন্য আসন ভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ করল কংগ্রেস। প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে রাতাবাড়ি আসনের ইন্দিরা এমভি স্কুল ভোটকেন্দ্রের পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সোনাই আসনের মধ্য ধনেহরি এলপি স্কুলের ভোটকেন্দ্রের পর্যবেক্ষক হয়েছেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপকুমার দে ও প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্জীব রায়।
এ ছাড়া, হাফলঙ আসনের মূলধাম এলপি স্কুল ও খটলির এলপি স্কুলের ভোটকেন্দ্রে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন ড. মাংভি রংপি ও সুরেশ বরা। প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বরা শনিবার তাঁদের নিযুক্তির কথা জানিয়ে দ্রুত নিজ নিজ এলাকায় গিয়ে কংগ্রেসের কর্মী-সমর্থকদের কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পর্যবেক্ষকদের ঘন ঘন এলাকায় যেতে হবে। ভোটের দিন তাঁরা ক্যাম্প গড়ে সেখানে থাকবেন, ভোটবাক্স বা ইভিএম বন্ধ না হওয়া পর্যন্ত সেখানেই থাকতে বলা হয়েছে।