India & World UpdatesHappeningsBreaking News
ধর্মের ভিত্তিতে ভোট চেয়েছেন, মমতাকে কমিশনের নোটিশ
ওয়েটুবরাক, ৮ এপ্রিল: ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন৷ ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। গত ৩ এপ্রিল হুগলির তারকেশ্বরে তৃণমূলের সভায় মমতা বিজেপি-কে ঠেকাতে সংখ্যালঘুদের কাছে ভোট ভাগ না করার আবেদন জানিয়েছিলেন৷ সংখ্যালঘুদের উদ্দেশে তিনি বলছেন, ‘‘বিজেপি এলে মনে রাখবেন সমূহ বিপদ, সবচেয়ে বেশি আপনাদের।’’
তারকেশ্বেরের ওই সভায় নাম না করে আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে সংখ্যালঘু ভোট ভাগের অভিযোগ করেছিলেন মমতা। তিনি বলেন, ‘‘সংখ্যালঘু ভাইবোন, আপনাদের কাছে হাতজোড় করে একটা কথা বলব, ওই শয়তান ছেলেটা যেটা বেরিয়েছে বিজেপি-র টাকা নিয়ে, ওইটার কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ করবেন না। ও অনেক সাম্প্রদায়িক কথা বলে। ও হিন্দু-মুসলমানের মধ্যে লাগায়। ও বিজেপি-র আর একটা শাগরেদ। একেবারে বিজেপি-র কমরেড। বিজেপি-র টাকা নিয়ে বেরিয়েছে, যাতে সংখ্যালঘু ভোটটা ভাগ হয়ে যায়।’’