Barak UpdatesHappeningsBreaking News

সর্বানন্দ নয়, হিমন্তকে ঠুকেই প্রচারে শচীন পাইলট
Congress leader Sachin Pilot took to the streets of Silchar in support of Tamal Banik

ওয়েটুবরাক, ২৮ মার্চ: অসমের মুখ্যমন্ত্রী কে? তরুণ সমাজ, বেকার যুবাদের উদ্দেশে এই প্রশ্ন ছুঁড়েই শিলচর এসএম দেব স্টেডিয়ামে বক্তৃতা শুরু করলেন কংগ্রেস নেতা শচীন পাইলট৷ এ আবার কী প্রশ্ন! দুই-চারজন হালকা স্বরে জবাব দেন, সর্বানন্দ সোনোয়াল৷ শচীন বললেন, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তিনি রাজ্য চালাননি৷ রাজ্য চালালেন আর এক জন৷ পরে পুরো বক্তৃতায় হিমন্ত বিশ্ব শর্মাকেই ঠুকলেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী৷

No description available.তিনি যুবসমাজকে বেকারি দূরীকরণে কংগ্রেসের ওপর আস্থা রাখতে বলেন৷ তাঁদের পাঁচ নির্বাচনী গ্যারান্টির কথা উল্লেখ করেন৷ জানান, কংগ্রেস ক্ষমতা পেলে পাঁচ বছরে পাঁচ লক্ষ সরকারি চাকরির ব্যবস্থা করবে৷ বেসরকারি নিয়োগ হবে এর চেয়ে বেশি৷ তাঁর কথায়, এগুলি শুধু ভোটে বলার জন্য বলা নয়৷ কংগ্রেস নেতৃবৃন্দ অনেক হিসাব কষেই দেখেছে, এটুকু করাই যায়৷ এটুকু তাঁরা করবেন৷

সন্তোষমোহন দেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে শচীন বলেন, এই স্টেডিয়ামই তাঁর কর্মতৎপরতার উদাহরণ৷ তমালকান্তি বণিকের তারুণ্যেরও তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ বলেন, এমন তরুণ জনপ্রতিনিধি শিলচরের অনেক উন্নতি সাধনে সক্ষম হবেন৷ শচীন পাইলট রবিবার দুপুরে শিলচরে রোড শো করেন৷ গাড়ির উপরে তাঁর পাশে দাঁড়িয়ে ভোট প্রার্থনা করেন তমালবাবু৷ সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker