India & World UpdatesAnalytics

পরেশ উইক ! বিতর্কে সাক্ষাৎকার

২৭ নভেম্বর : সংবাদ মাধ্যমে কোনও সাক্ষাৎকার দেননি আলফা সেনাধ্যক্ষ পরেশ বরুয়া। আলফা স্বাধীন গোষ্ঠীর পক্ষ থেকে সোমবার একটি ই-মেল পাঠিয়ে এমন দাবি করা হলেও ২৪ ঘণ্টা যেতে না যেতেই  ইংরেজি ম্যাগাজিন দ্য উইক এর পক্ষ থেকে দাবি করা হয়, ম্যাগাজিনে প্রকাশের জন্য আলফা সেনাধ্যক্ষের একটি সাক্ষাৎকার গত ২৭ আগস্ট তারা নিয়েছেন। এই সাক্ষাৎকার রাত সাড়ে ১২টায় গ্রহণ করা হয়েছিল। পাশাপাশি দাবির স্বপক্ষে ম্যাগাজিন কর্তৃপক্ষ অনলাইনে পরেশ বরুয়ার সাক্ষাৎকারের একটি অডিও ক্লিপিংস জুড়ে দিয়েছেন। দু’পক্ষের এই বিপরীতধর্মী ভাষ্যে খুব স্বাভাবিকভাবেই বিতর্ক দেখা দিয়েছে।

Rananuj

দ্য উইক ম্যাগাজিনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিশেষ সংবাদদাতা রবি ব্যানার্জি গত আগস্ট মাসে আলফার কমান্ডার ইন চিফ পরেশ বরুয়ার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। ওই প্রতিবেদনটি আগামী ২ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ওই প্রতিবেদনে আলফা প্রধান না কি বলেছেন, চিনের সঙ্গে তার সংগঠনের খুব ভাল সম্পর্ক রয়েছে। পরেশ বরুয়ার এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়।

এরপরই আলফা স্বাধীন গোষ্ঠীর প্রচার বিভাগের পক্ষে রুমেল অসম বিভিন্ন সংবাদ দফতরে প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়ে দেন, দলের প্রধান কোনও সাংবাদিককে সাক্ষাৎকার দেননি। প্রেস বিবৃতিতে আরও বলা হয়, পুরো সাক্ষাৎকারটি ভুয়ো। প্রতিবেদনটির লেখক নিজের মনগড়া একটি কাহিনি তৈরি করেছেন। আরও বলা হয়, কিছু কিছু সংবাদ মাধ্যম হলুদ সাংবাদিকতা করে যাচ্ছে। এরা নানাভাবে আলফার ভাবমূর্তিকে নষ্ট করছে।

এ দিকে, দ্য উইক তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি ছোট্ট প্রতিবেদন প্রকাশ করে বলেছে। আলফা নেতার সঙ্গে তাদের সংবাদদাতার প্রায় এক ঘণ্টা ধরে কথা হয়েছে। তাদের এই দাবির সমর্থনে উইক ম্যাগাজিনের পক্ষ থেকে একটি অডিও আপলোড করা হয়েছে।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker