Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে সরে দাঁড়ালেন ১৫, ময়দানে রইলেন ৬৭ প্রার্থী

ওয়েটুবরাক, ১৭ মার্চ: করিমগঞ্জে ১৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। পাথারকান্দিতে ৫ জন — হায়দর আলি, জহরুল হক, নিখিল মালাকার, রনজিৎ সিনহা ও দেওয়ান রুহুল আমিন চৌধুরী। উত্তর করিমগঞ্জে ৩ জন — আশরাফুন নূর চৌধুরী, রেহান উদ্দিন ও বিনয় কৃষ্ণ দাস। দক্ষিণ করিমগঞ্জে ৬ জন — আব্দুল হামিদ, ইনজামুল হক, ফয়জুল হক, বিলাল উদ্দিন, মবরুল ইসলাম তাপাদার ও সাহিদ আহমদ। বদরপুর বিধানসভা কেন্দ্রে এক জন — আবু সাহিদ মহম্মদ জাকির হুসেন। ফলে শেষপর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছেন ৬৭ জন প্রার্থী। রাতাবাড়ি কেন্দ্রে ৮ জন —-কংগ্রেসের শম্ভু সিং মালাহ, বিজেপির বিজয় মালাকার, এসইউসিআইসির সঞ্চিতা শুক্লা,  নির্দল – সুজিৎ রায়, দীপেন্দ্র দাস, বেবুল দাস, বিষ্ণুধারি মালাহ ও বিকাশ লাল ধোবি।
পাথারকান্দি কেন্দ্রে ১৫ জন৷ এসইউসিআইর বুলু চন্দ, বিজেপির কৃষ্ণেন্দু পাল, কংগ্রেসের শচীন সাহু, এজেপির হুমায়ূন কবির, আরপিআই(এ)-র জয়ন্ত সিনহা, আরইউসির  মহম্মদ বাহার উদ্দিন, এজিপির সাব্বির আহমেদ, ফরোয়ার্ড ব্লকের নুরুল ইসলাম,  নির্দল – সঞ্জয় কুমার মালাকার, যশবন্ত কুমার দাস, সাহিনুজ্জামান, ইব্রাহিম আলি, ইয়াফুস আলি, সিহাব উদ্দিন আহমদ ও চন্দন দাস।
উত্তর করিমগঞ্জে ১৫ জন৷ বিজেপির ডাঃ মানস দাস, এসইউসিআইর সুজিত কুমার পাল, কংগ্রেসের কমলাক্ষ দে পুরকায়স্থ, ফরোয়ার্ড ব্লকের নজরুল ইসলাম চৌধুরী, সমাজবাদী পার্টির গোপাল চন্দ্র পাল, আরইউসির আহাদ উদ্দিন, নির্দল –  জাকির হুসেন, দেবজ্যোতি দেবরায় (সুজন), নাজিম উদ্দিন খান, মহম্মদ জুবেইর আহমদ চৌধুরী, সাহাবুল ইসলাম চৌধুরী, রুহুল কুদ্দুস, মহম্মদ আব্দুল বাতিন, লুতফুর রহমান ও আব্দুল জব্বার চৌধুরী।
দক্ষিণ করিমগঞ্জে ১৫ জন৷ কংগ্রেসের সিদ্দিক আহমেদ, এজিপির আজিজ আহমেদ খান, রাষ্ট্রীয় লোক সমতার প্রণব কুমার রায়, নির্দল – আব্দুল হানিফ, ফরজান খান, জাহারুল হক, আব্দুল বাসিত, আবু সুফিয়ান, বিলাল আহমদ, ফৈজ আহমদ, রাজেশ দে পুরকায়স্থ, সৈয়দ আলি আহমদ, সুফিয়ান আহমেদ, বিমল কৃষ্ণ দাস ও হুসেন আহমদ।
বদরপুরে ১৪ জন৷ এআইইউডিএফের আব্দুল আজিজ, বিজেপির বিশ্বরূপ ভট্টাচার্য, আরইউসির নিজাম উদ্দিন, এজেপির শাহাবুদ্দিন, নির্দল নাজিম উদ্দিন, কাবিল মিয়া, রিয়াজ উদ্দিন , আব্দুস শুক্কুর ব্যাগ, অলিউর রহমান তাপাদার, রশিদ আহমদ, এনাম উদ্দিন, বাহার আশিক, আব্দুল হাসিব ও আব্দুল মালিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker