Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে স্কুলছাত্রদের নিয়ে আইনস্টাইন জয়ন্তী
ওয়েটুবরাক, ১৪ মার্চ: ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টারের উদ্যোগে প্রখ্যাত বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনের ১৪২-তম জন্মদিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ রবিবার পালন করা হয়৷ শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনায় আইনস্টাইনের জীবন ও তাঁর আবিষ্কারের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন রামানুজ গুপ্ত কলেজের গণিতের শিক্ষক বিশ্বজিত ঘোষ, শিলচর টাউন হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন শুক্লবৈদ্য এবং সংগঠনের আসাম রাজ্য চাপ্টারের সদস্য হিল্লোল ভট্টাচার্য। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের গ্রহণের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করে তার উপর লিখিত উত্তর চাওয়া হয়।
শিলচরের বিভিন্ন স্কুলের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এতে অংশ নেয়। নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য অডিও-ভিডিও সহযোগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন পিপলস সায়েন্স সোসাইটির সম্পাদক কৃষাণু ভট্টাচার্য। এদিন আইনস্টাইনের উপর নির্মিত তথ্যচিত্রও দেখানো হয়।