Barak UpdatesHappeningsBreaking News

তমালই শিলচরে, মিসবা বড়খলায়, অবশেষে প্রার্থীতালিকা ঘোষণা করল কংগ্রেস

ওয়েটুবরাক, ১০ মার্চঃ রাত এগারোটা পেরিয়ে প্রার্থীতালিকা ঘোষণা করল এআইসিসি। শিলচরে তমালকান্তি বণিক, বড়খলায় মিসবাহুল ইসলাম লস্কর, ধলাইয়ে কামাখ্যাপ্রসাদ মালা, লক্ষীপুরে মুকেশ পান্ডেকে টিকিট দেওয়া হয়েছে। অবিতর্কিত উধারবন্দে যথারীতি অজিত সিংই দলের মনোনীত প্রার্থী। কাটিগড়ায় এআইইউডিএফ নেতা খলিলউদ্দিন মজুমদার কংগ্রেস প্রতীকে লড়বেন।

উত্তর করিমগঞ্জে প্রত্যাশামতই কমলাক্ষ দে পুরকায়স্থ প্রার্থী হয়েছেন। দক্ষিণ করিমগঞ্জে সিদ্দেক আহমেদ। রাতাবাড়িতে লড়বেন শম্ভু সিং মালা, পাথারকান্দির প্রার্থী শচীন শাহু। কংগ্রেস বহু লড়াই করেছিল হাইলাকান্দির একটি আসন এআইইউডিএফের কাছ থেকে আদায় করার জন্য৷ শেষপর্যন্তও সম্ভব হয়নি৷ তাই কাটলিছড়ায় বন্ধুত্বপূর্ণ লড়াই হবে৷ সেখানে দলীয় প্রার্থী করা হয়েছে সঞ্জীব রায়কে।

ডিমা হাসাও জেলার একমাত্র আসন হাফলঙে কংগ্রেস প্রার্থী হয়েছেন নির্মল লাংথাসা। এ ছাড়া, হোজাইয়ে দেবব্রত সাহা, লামডিঙে স্বপন কর, জাগীরোডে স্বপনকুমার মণ্ডলকে হাত-টিকিট দেওয়া হয়েছে।

এআইসিসি সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক এ দিন মোট ২৬ আসনের তালিকা প্রকাশ করেন। বাকিরা হলেন হাওড়াঘাটে সঞ্জীব টেরং, বৈঠালাংশু অগাস্টিন ইংতি, কমলপুরে কিশোরকুমার ভট্টাচার্য, নলবাড়িতে প্রদ্যোতকুমার ভুইয়া, সিপাঝাড়ে কুলদীপ বরুয়া, মঙ্গলদৈতে বসন্ত দাস, দলগাঁওয়ে মহম্মদ ইলিয়াস আলি, লাহরিঘাটে ড. আসিফ মহম্মদ নজর, রহায় শশীকান্ত দাস,নগাঁওয়ে শান্তনু শর্মা এবং বরহমপুরে কংগ্রেস প্রার্থী সুরেশ বরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker