Barak UpdatesHappeningsBreaking News
এ বার পোস্টাল ব্যালটে ভোট দেবেন সাংবাদিকরাওMedia persons certified by ECI falls under essential service voters
ওয়েটুবরাক, ৮ মার্চঃ সাংবাদিকরাও এ বার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সে জন্য সাংবাদিকদের প্রথমে ১২ডি ফর্ম পূরণ করে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করতে হবে। সংশ্লিষ্ট নোডাল অফিসার ওইসব আবেদন খতিয়ে দেখবেন। পরে প্রত্যেকের নামে পৃথক পোস্টাল ব্যালট মঞ্জুর হবে।
অশীতিপর, প্রতিবন্ধী, করোনায় আক্রান্ত এবং এই রোগের লক্ষণযুক্তদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুবিধার কথা নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল। পোস্টাল ব্যালটের নতুন ভাবনায় যুক্ত হলেন ভোটের দিনে পেশাগত কারণে নানা জায়গায় ঘুরে বেড়ানো সংবাদকর্মীরাও। আগের চার শ্রেণির সঙ্গে অবশ্য সাংবাদিকদের ফারাক রয়েছে। তাঁদের জুড়ে দেওয়া হয়েছে ভোটকর্মী বা ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদানে নিয়োজিত কর্মী হিসেবে।
১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং ১৯৬১ সালের নির্বাচন পরিচালনা বিধিতে বলা হয়েছে, ভোটের দিনে প্রয়োজনীয় পরিষেবার জন্য নিযুক্ত ব্যক্তিদের মধ্যে যারা নিজের ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন না, তাঁদের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে গ্রহণ করা কবে।
অসমের কাছাড় জেলা নির্বাচন অফিসার কীর্তি জল্লি জানিয়েছেন, কমিশনের নির্দেশ পেয়েই তাঁরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। আজই নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, সংবাদমাধ্যমের জন্য এই প্রথম পোস্টাল ব্যালটের ব্যবস্থা হতে চলেছে। কমিশন তাঁদের পেশাকে প্রয়োজনীয় পরিষেবা হিসেবে ঘোষণা করেছে। তাই এ বার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য ভোটদান বিঘ্নিত হবে না। জল্লি একে বড় আনন্দের বলে উল্লেখ করেন।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে খুশি সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনের জন্য এতদিন অনেকে নিজের ভোট দিতে পারছিলেন না। অনেকে শেষমুহূর্তে ছোটাছুটি করে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতেন। এ বার সে সমস্যা মিটল৷