India & World UpdatesHappeningsBreaking News
করোনা সংক্রমণে কোভ্যাকসিন ৮১ শতাংশ কার্যকর, রিপোর্ট
৩ মার্চঃ ভারতে তৈরি টিকা কোভ্যাক্সিন করোনা সংক্রমণ প্রতিরোধে ৮১ শতাংশ কার্যকর। আজ বুধবার টিকা উৎপাদনকারী সংস্থা ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, নানা পরীক্ষানিরীক্ষায় এর প্রমাণ মিলেছে। সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এল্লা জানিয়েছেন, মানবদেহে তৃতীয় তথা চূড়ান্ত দফার পরীক্ষার পর এ ব্যাপারে তাঁরা নিশ্চিত হয়েছেন।
কৃষ্ণ বলেন, ‘‘এই কোভিড টিকার আবিষ্কার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’’ তিনি জানান, প্রথম এবং দ্বিতীয় দফায় মানবদেহে পরীক্ষার (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) পর তৃতীয় দফার পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ২৭ হাজার স্বেচ্ছাসেবকের থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তাঁরা কোভ্যাক্সিনের কার্যকারিতা সম্পর্কে এই ফল পেয়েছেন।
ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যাঁরা কখনও করোনাভাইরাস সংক্রমণের শিকার হননি, তাঁদের মধ্যে ৮১ শতাংশের ক্ষেত্রে দ্বিতীয় টিকা প্রয়োগের পর কার্যকারিতা দেখা গিয়েছে’। আগামী দিনে নভেল করোনাভাইরাসের নতুন রূপগুলির সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে কার্যকরী টিকা প্রস্তুতির বিষয়টিতে ভারত বায়োটেক সক্রিয় হবে বলেও জানান কৃষ্ণ।
সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রথম দফায় কোভ্যাক্সিন টিকা নিয়েছেন। বুধবার কোভ্যাক্সিনের সফলতার রিপোর্ট প্রকাশের পরে ভারত বায়োটেকের সহযোগী রাষ্ট্রায়ত্ত সংস্থা আইসিএমআর-এর ডিরেক্টর বলরাম ভার্গব বলেন, ‘‘এই সাফল্য আত্মনির্ভর ভারতের অপরিসীম শক্তির প্রতীক।’’