NE UpdatesHappeningsAnalyticsBreaking News

কংগ্রেসের সরকার হলে কা মানা হবে না, রাহুলের সুরে প্রিয়ঙ্কাও

২ মার্চ: করোনা হোক, কিংবা বন্যা, আসামের মানুষের সঙ্কটের সময়ে নরেন্দ্র মোদি আসেন না৷ তিনি আসেন ভোটের সময়৷ আজ মঙ্গলবার তেজপুরের জনসভায় এ ভাবেই মোদির সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী৷ তিনি ব্যঙ্গ করেই বলেন, ঘর থেকে বাইরে বেরিয়ে যিনি কৃষকদের সঙ্গে কথা বলেন না, তিনি আসবেন আসামে? নাগরিকত্ব সংশোধনী আইন বা কা নিয়ে সোমবার অনেকটা চুপচাপ কাটালেও আজ এ নিয়ে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দেন৷ দাদা রাহুলের সুরেই জানিয়ে দিলেন, ”আমাদের সরকার হলে কা-র প্রয়োগ হবে না৷ ওই আইন কার্যকর করতে দেওয়া হবে না৷”


কা নিয়ে কংগ্রেসের কোনও দ্বিচারিতা নেই, এ কথা উল্লেখ করে রাজীব-তনয়া বিজেপিকেই দ্বিচারিতার অভিযোগে বিদ্ধ করেন৷ প্রিয়ঙ্কা বলেন, বিজেপি নেতারা সারা দেশ জুড়ে কা নিয়ে নানা কথা বলে বেড়ায়, অসমে এসে চুপ হয়ে যায়৷
বিজেপি আসামের মানুষকে পুরো ধোঁকা দিয়েছে, এই অভিযোগ করে কংগ্রেস নেত্রী ঘোষণা করেন, তিনি কোনও প্রতিশ্রুতি নয়, ৫টি গ্যারান্টি দিতে আসামে এসেছেন৷ সেগুলি হল ১. কা হবে না৷ ২. ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মাশুল দিতে হবে না৷ ৩. যে মহিলারা অন্য কোনও পেশায় না গিয়ে শুধুই সংসার প্রতিপালন করেন, তাদের ২০০০ টাকা প্রতি মাসে গৃহিনী সম্মান হিসাবে দেওয়া হবে৷ ৪. চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩৬৫ টাকা করা হবে৷ মালিকদের যাতে লোকসান না হয়, সে জন্য বাকি টাকা সরকার বহন করবে৷ এবং ৫. ৫ লক্ষ চাকরি দেওয়া হবে অসমে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker